BJP- কে রুখতে অবশেষে তৃণমূল ‘সঙ্গ’ বামেদের! শত্রুতা অতীত, এমনটাই বুঝিয়ে দিলেন বিমান বসু
বেস্ট কলকাতা নিউজ : শুধুমাত্র বিপর্যয় না, বরং একে বলা চলে পুরোপুরি ভাবে ভেঙে পড়া। বামেদের অবস্থা এখন এমনই দাঁড়িয়েছে বাংলার শেষ বিধানসভা নির্বাচনে। বিধায়ক নেই এমনকি একজনও। লাল শিবিরের নিজেদের ভোটই উল্টে তলানিতে এসে নেমেছে কংগ্রেস, আইএসএফ-এর সঙ্গে জোট করে। অপরদিকে, বিজেপিকে রুখে দিয়ে তৃতীয় বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে। আর তারপর থেকেই মূলত তিনি হয়ে উঠেছেন বিজেপি বিরোধী প্রধান মুখ। আর তৃণমূল নেত্রী এমনকি এখন থেকেই সলতে পাকাতে শুরু করেছেন ২০২৪-এর লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদিকে দিল্লী থেকে উত্খাত করার জন্য।
এমনকি তিনি শীঘ্রই একজোট হওয়ার বার্তা দিয়েছেন বার্তা দিয়েছেন সমস্ত বিজেপি বিরোধী শক্তি গুলিকে। সেই কাজ আরও তরান্বিত করতে মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারই যাচ্ছেন পাঁচ দিনের বিশেষ দিল্লি সফরে। কিন্তু তৃণমূল নেত্রীর ডাকা জোটবার্তায় অবশেষে কি বামেরা সামিল হবে ? দীর্ঘদিনের ‘শত্রুতা’ কি ঘুঁচে যাবে বিজেপিকে পরাস্ত করার লক্ষ্যে? বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবার স্পষ্ট করে জবাব দিয়ে দিলেন সেই বিষয়।
সোমবার একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি উড়ে যাচ্ছেন, তার আগে রবিবার বিমান বসু বলেন, ‘সর্বভারতীয় স্তরে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কোহিমা পর্যন্ত আমরা যে কারও সঙ্গে কাজ করতে প্রস্তুত বিজেপি বিরোধী আন্দোলনের ক্ষেত্রে।’ তৃণমূলের নাম আলাদা করে মুখে না আনলেও তাঁর কাছে প্রশ্ন ছিল, সেই আন্দোলনে তৃণমূল থাকলেও কি আপনারা যোগ দেবেন তাতে? এক্ষেত্রে বিমান বসুর স্পষ্ট উত্তর, ‘বিজেপি বিরোধী যে থাকবে, বামেরা কাজ করতে প্রস্তুত তাঁদের সকলের সঙ্গেই।’ এদিকে রাজনৈতিক মহলের মতে, এতদিন সন্দিহান থাকলেও এতে অবাক হওয়ার কিছু নেই ২০২৪-এ তৃণমূল, সিপিএম হাত ধরাধরি করে চললেও।