BPCL অবশেষে বেসরকারিকরণের পথে, বিলগ্নিকরণের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই
বেস্ট কলকাতা নিউজ : এবার কেন্দ্রীয় সরকার ভারত পেট্রোলিয়াম (বিপিসিএল) এর বেসরকারিকরণের পথে হাটতে চলেছে সরকারি কোষাগার ভরাতে। তাই কেন্দ্র সরকার ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে বিলগ্নিকরণের প্রক্রিয়াও। সোমবার এই বিষয়ে জানানো হয়েছে সংস্থার বোর্ড অফ ডিরেক্টরের পক্ষ থেকে। সংস্থার নুমালীগড় রিফাইনারি লিমিটেডে অনুমতি দিয়ে দিয়েছে তাদের ৬১.৬৫ শতাংশ অংশিদারিত্ব ৯৮৭৫ কোটি টাকায় বিক্রি করার। এই খবর আসতেই গত এক বছরে উচ্চতম লেভেলে পৌঁছে গিয়েছে শেয়ার বাজারে সংস্থার শেয়ার্স ।
BSE-এ শেয়ার্স ৪.২ শতাংশ বৃদ্ধির সঙ্গে ৪৭৪.৫০ টাকায় খুলেছিল। এরপর ৪৮২.৪০ টাকা হয়ে যায় যা গত ৫২ সপ্তাহে সবচেয়ে বেশি । পরে অবশ্য কমে যায় স্টকের গতি। মঙ্গলবার সংস্থার স্টক ৩.২৪ শতাংশ বৃদ্ধির সঙ্গে প্রতি শেয়ার ৪৭০ টাকা পর্যন্তও হয়ে গিয়েছে।নিজের অংশিদারিত্ব বিক্রি করে প্রায় ৯৮৭৫.৯৬ কোটি টাকা পাবে BPCL। সংস্থার ডিরেক্টররা এই প্রস্তাবে অনুমতি দিয়ে দিয়েছেন ১ মার্চের বৈঠকে। আর্থিক ঘাটতি সামলাতে বিলগ্নিকরণে জোর দিয়েছে নরেন্দ্র মোদি সরকার। রাষ্ট্রায়ত্ত সংস্থা এয়ার ইন্ডিয়া বিক্রির বিষয়টি চূড়ান্ত হয়ে গিয়েছে আগেই।