ICU-র বেড মেলেনি তিনটি বেসরকারি হাসপাতাল ঘুরেও, কমিশনের জরিমানা ৩টি হাসপাতালকেই
বেস্ট কলকাতা নিউজ : শ্বাসকষ্টের সমস্যায় আক্রান্ত ৭৮ বছরের এক বৃদ্ধ হাসপাতালে ভরতি হতে পারলেন না সারা রাত ব্যাপী চেষ্টা করেও৷ আরও অভিযোগ , তাঁকে কোনওটিতেই ভরতি করানো সম্ভব হয়নি কলকাতার তিনটি বেসরকারি হাসপাতাল ঘুরেও। কারণ, ICU-র বেড প্রয়োজন ছিল এই রোগীর জন্য। আর , ওই তিনটি হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, তাদের কোনো ICU-র বেড ফাঁকা নেই । অবশেষে, ভরতি করানো হয় অন্য একটি হাসপাতালে৷ পরে আরও জানা যায়, কোরোনায় আক্রান্ত হয়েছেন তিনি। কিন্তু অনেক দেরি হয়ে গেছে ততক্ষণে৷ এমনকি ওই রোগীর মৃত্যু হয় ICU-র বেড না পাওয়ার এই ঘটনার চারদিনের মাথায়।
আর এই ঘটনার জেরেই রাজ্যের স্বাস্থ্য কমিশন অর্থাৎ, ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC) বেসরকারি ওই তিনটি হাসপাতালের মধ্যে একটি হাসপাতালকে এক লাখ টাকা এবং বাকি দু’টি হাসপাতালকে ৫০ হাজার টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা ধার্য করল। অন্যদিকে ,এই কমিশন এক নবজাতকের রক্তের গ্রুপ ভুল বলার ঘটনার তিন বছর পর এক লাখ টাকা জরিমানা করল দমদমে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালকেও।