ISRO-র স্যাটেলাইট খেল দেখাল ‘অপারেশন সিঁদুর-এর আবহেই, এবার ভয়ে কাঁটা হল চিন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : একদিকে যখন PoK ও পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিতে ‘অপারেশন সিঁদুর’ চালাচ্ছে ভারতের সশস্ত্র বাহিনী, তখনই বড় খবর দিল ISRO-ও। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা জানাল, আকাশেও খেল দেখাচ্ছে ইসরো-র স্যাটেলাইট। যে সে খেল নয়, একেবারে ‘স্যাটেলাইট ডগফাইট’। মানে, চন্দ্রযান ৩ থেকে আদিত্য এল-১, মহাকাশেও ভারতের আধিপত্য জারি রয়েছে।আর তা দেখে একরকম ভয়ে কাঁটা হয়ে রয়েছে প্রতিবেশী দেশ চিনও। এমনিতেই এখন বিশ্বের তাবড় দেশগুলি মহাকাশে স্যাটেলাইট পাঠাতে ইসরো-র দ্বারস্থ হয়, কারণ একটা সিনেমা তৈরির চেয়েও অনেক কম খরচে মহাকাশে স্যাটেলাইট পাঠাতে এখন ইসরো সিদ্ধহস্ত। এবার সেই ইসরো-ই মহাকাশে এমন কীর্তি গড়ল, যা দেখে পাকিস্তান তো বটেই, ভয়ে কাঁটা চিনও। পৃথিবী থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে, মহাকাশে কামাল করে দেখাল ভারত। ‘ডগফাইট’ চালাল ইসরো-র দুটি স্যাটেলাইট। তখন গতিবেগ? ঘণ্টায় ২৯০০০ কিলোমিটার। এর আগে, মার্চ মাসে চিনা জোড়া স্যাটেলাইট এই কীর্তি করে দেখিয়েছিল। তখন আমেরিকা একে মহাকাশে ‘যুদ্ধাভ্যাস’ বলে দেগে দিয়েছিল।

শুনতে সহজ লাগলেও আসলে অত্যন্ত জটিল বিষয়। দুটি স্যাটেলাইটের মধ্যে হাই স্পিডে নানারকম কসরত বা খেলা দেখানোকে পোশাকি ভাষায় বলে ডগফাইট। শব্দটা এসেছে আকাশপথে যুদ্ধাভ্যাস থেকে। অনেকসময় দুটি যুদ্ধবিমান আকাশে নানারকম খেল দেখায়। যেমন, আমাদের প্রজাতন্ত্র দিবসে আকাশে তিনরঙা পতাকা এঁকে দেয় বায়ুসেনার যুদ্ধবিমান– এটা অনেকটা সেরকম। নিয়ন্ত্রিত উপায়ে মহাকাশে একে অপরের সঙ্গে নানারকম ‘খেল’ দেখায় দুটি স্যাটেলাইট। কখনও কখনও একে ওপরের দিকে তীব্র গতিতে ছুটে যায়, আবার খুব কাছে গিয়েও গায়ে ধাক্কা না দিয়েই ফিরে আসে। আসলে, এভাবে দেখে নেওয়া হয়, ওই দুটি স্যাটেলাইটকে কতটা ভালভাবে নিয়ন্ত্রণ করতে সংশ্লিষ্ট দেশের মহাকাশ কেন্দ্র। ভারত সেই নিয়ন্ত্রণের বিষয়ে নিজের সম্পূর্ণ কর্তৃত্ব দেখাল। ইসরো-র দুই স্যাটেলাইট ২৯,০০০ কিলোমিটার প্রতি ঘন্টায় ডগফাইট চালাল মহাকাশে।

স্পেডএক্স মিশনে ব্যবহৃত ইসরোর দুটি স্যাটেলাইট এসডিএক্স-০১ ও এসডিএক্স-০২ এই কামাল করে দেখাল। যদিও এই ডগফাইট মূল মিশনের লক্ষ্য ছিল না। কিন্তু মিশনের অবশিষ্ট জ্বালানি খরচ করে এই ডগফাইট চালিয়ে দেখে নেওয়া হল– ডকিং, রি-ফুয়েলিং এমনকী আত্মরক্ষাতে ভবিষ্যতে কতটা দক্ষ স্যাটেলাইটগুলি। এই পদ্ধতি অত্যন্ত জটিল, বিশ্বের হাতেগোনা কয়েকটি দেশই এভাবে পৃথিবীর থেকে কয়েকশো কিলোমিটার দূরে উপগ্রহকে এত নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। সেই এলিট তালিকায় এবার নাম লেখাল ইসরো-ও। তাও আবার এমন সময়ে, যখন পাক জঙ্গি ঘাঁটিগুলির শিকড় উপরে ফেলতে অপারেশন সিঁদুর চালাচ্ছে ভারতীয় সেনা। প্রস্তুতি নেওয়া হচ্ছে সিঁদুর ২.০-রও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *