ORS-এর জনক সম্মানিত’ হলেন ‘পদ্মবিভূষণে , কেন্দ্রের বিরাট সম্মান প্রয়াত কিংবদন্তী চিকিৎসককে
বেস্ট কলকাতা নিউজ : পদ্ম পুরস্কার ঘোষণা করা হয়েছে প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে । এবার ‘পদ্ম পুরস্কারে’ ভূষিত করা হয়েছে ২৬ জনকে। কেন্দ্রীয় সরকার পদ্মবিভূষণ সম্মান দিল ওআরএস-এর জনক দিলীপ মহলানবিশকে। অন্যদিকে, চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী দিয়ে সম্মানিত করা হয়েছে আন্দামান ও নিকোবরের ডঃ রতন চন্দ্র কর এবং আদিবাসি এলাকায় উল্লেখযোগ্য কাজের জন্য গুজরাটের মহিলা সমাজকর্মী হিরাবাই লোবিকে । জব্বলপুরের ডাঃ মুনীশ্বর চন্দ্র দাভার দরিদ্র এবং সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর চিকিৎসার জন্য চিকিৎসার ক্ষেত্রে (সাশ্রয়ী স্বাস্থ্যসেবা) ‘পদ্মশ্রী’ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৬ অক্টোবর ৮৮ বছর বয়সে প্রয়াত হন বিশিষ্ট চিকিৎসক দিলীপ মহলানবিশ । নুন, চিনি এবং অন্য ফ্লুইড দিয়ে তিনি ORS তৈরি করেছিলেন। এই বিশিষ্ট চিকিৎসক ৭১-এর বাংলাদেশ যুদ্ধের সময় কলেরা বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে দাঁড়িয়ে মহামারীর মোকাবিলা করেছিলেন। রোগীদের ডিহাইড্রেশনের সমস্যা মোকাবেলায় বিশ্বব্যাপী ওআরএস ব্যবহার করা হয়। ওআরএসকে ’20 শতকের সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসা আবিষ্কার’ হিসেবে বর্ণনা করা হয়েছে। ওআরএস তৈরি করে চিকিৎসা ক্ষেত্রে সাড়া ফেলে দেন বাঙালি চিকিৎসক ডাঃ দিলীপ মহলানবিশ ২৬ জানুয়ারির প্রাক্কালে পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়। তালিকায় দিলীপ মহলানবিশ পদ্মবিভূষণে সম্মানিত করার সিদ্ধান্ত হয়।
ডাঃ মহলানবিশ ১২ নভেম্বর ১৯৩৪ সালে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা ও লন্ডনে পড়াশোনা করেন। পরে তিনি কলকাতার জন হপকিন্স ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল সেন্টার ফর মেডিকেল রিসার্চ অ্যান্ড ট্রেনিং-এ যোগ দেন। সেখানে তিনি ওরাল রিহাইড্রেশন থেরাপি নিয়ে গবেষণা করেন।