SSC Group-D নিয়োগে ফের বড় ধাক্কা রাজ্যের! নিয়োগে ব্যাপক দুর্নীতি, অবশেষে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের
বেস্ট কলকাতা নিউজ : কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিল এসএসসি গ্রুপ ডি নিয়োগে দুর্নীতির অভিযোগ মামলায়৷ এদিন এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়৷ এমনকি বিচারপতি তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন ২১ ডিসেম্বরের মধ্যেই৷ যদিও রাজ্যের শিক্ষা দফতর ডিভিশন বেঞ্চে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে৷ সিঙ্গল বেঞ্চের রায়ের কপি হাতে পেলেই ডিভিশন বেঞ্চে আবেদন জানানোর প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদকে৷
প্রথমে মামলাকারীদের তরফে হাইকোর্টের কাছে হলফনামার সঙ্গে জমা দেওয়া হয়েছিল পঁচিশটি নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ৷ পরে মামলাকারীদের তরফে আদালতে তথ্যপ্রমাণ জমা দেওয়া হয় আরও ৫২৫টি নিয়োগকে ভুয়ো বলে দাবি করে৷ এই নিয়োগগুলি ভুয়ো বলে অভিযোগ ছিল এমনকি মামলাকারীদের আইনজীবীরও৷
এদিকে আদালতে এসএসসি-র তরফে দাবি করা হয়, তারা কোনও সুপারিশ করেনি ওই পঁচিশটি নিয়োগের জন্য৷ আবার এ দিন আদালতে হলফনামা দিয়ে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি জানান, তারা উল্লিখিত সময়সীমার মধ্যে প্রায় ৯২৫টি নিয়োগ করেছেন এসএসসি-র থেকে সুপারিশ পেয়েই৷ সেই সমস্ত সুপারিশের নথি পর্ষদের কাছে রয়েছে বলেও মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় হলফনামায় জানিয়ে দেন৷ বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় পর্ষদের এই হলফনামা দেখেই মন্তব্য করেন, কোনও অদৃশ্য হাত রয়েছে এই সমস্ত নিয়োগের পিছনে৷ এমনকি বিচারপতি এও মন্তব্য করেন যে রহস্য খুঁজে বের করার জন্য সিবিআই তদন্তের প্রয়োজন রয়েছে বলেও৷