STF বেআইনি অস্ত্রের হাতবদল আটকালো স্ট্র্যান্ড রোড এলাকায় , গ্রেপ্তার হলো ২ জন
বেস্ট কলকাতা নিউজ : কলকাতায় আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হয়েছিল বিক্রির জন্য। কিন্তু একটা দুটো নয়, একেবারে আটটা। কলকাতার অস্ত্র ব্যবসায়ীর হাতেও এমনকি তুলে দেওয়ার কথা ছিল ওই আগ্নেয়াস্ত্রর। কিন্তু কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স সম্পূর্ণ ভাবে বানচাল করে দিল যাবতীয় সেই চেষ্টাই। আগ্নেয়াস্ত্র উদ্ধারও করা হল এমনকি গোয়েন্দা বিভাগের তৎপরতায়।দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে এই অস্ত্র উদ্ধারের ঘটনায়।
STF সূত্রে এও জানা গেছে, গোয়েন্দারা আগাম খবর পায় গতরাতে বিপুল পরিমান অস্ত্রের হাতবদল হবে স্ট্র্যান্ড রোডে। সেইমতো অপেক্ষাও চলছিল সাদা পোশাকে। সূত্রের খবর অনুযায়ী, দুই দুষ্কৃতী আসে একটি বাইকে চেপে । প্রায় সঙ্গে সঙ্গেই ঘিরে ধরা হয় তাদেরকে। জানা যায়, তাদের নাম সুজাত গোস্বামী (৩৮ ) ও মহম্মদ শাহিদ (৩২)। দু’জনেরই বাড়ি হুগলির শ্রীরামপুরে । মোট ৮ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় তাদের কাছ থেকে । আরো জানা গেছে , মূলত আর্মস ডিলার হিসেবে কাজ করে এই দু’jon। তাদের একমাত্র কাজ অন্ধকার জগতে অস্ত্র সরবরাহ করাটাই।
খতিয়ে দেখা হচ্ছে এমনকি ধৃতদের সঙ্গে কোনও অস্ত্র কারখানার যোগ আছে কি না তাও। কলকাতায় কার হাতে তারা ওই অস্ত্র তুলে দিতে এসেছিল খতিয়ে দেখা হচ্ছে সেই ব্যাপারেও। STF এও জানিয়েছে , আজ তাদের ব্যাঙ্কশাল আদালতে পেশ করে আবেদন জানানো হবে তাদের পুলিশি হেপাজতে নেওয়ার জন্যও।