অবশেষে কমতে চলেছে শীতের সবজির দাম
বেস্ট কলকাতা নিউজ : ফের বৃষ্টির পূর্বাভাস রাজ্য জুড়ে। চাষাবাদে ক্ষতি হচ্ছে অকাল বৃষ্টির জেরে । ফলে ওঠা-নামা করছে শাক-সবজির দাম । যদিও বিক্রেতাদের দাবি স্বাভাবিক রয়েছে শীতকালীন ফসলের দাম। গ্রীষ্মকালীন সবজির দাম এবারেও খানিকটা বেশি রয়েছে প্রতিবারের মতোই।লেক মার্কেটের এক বিক্রেতা জানান, শাক-সবজির দাম বাড়বে না। শাক-সবজির দাম বাড়বে টানা ৭-৮ দিন বৃষ্টি হলে । নাহলে দাম কমবে বলেই আশাবাদী তিনি। শীতকালীন সবজির দাম একদমই কম বলে জানান তিনি ।
লেক মার্কেটের বাজার করতে আসা এক ক্রেতা জানান, কিছুটা বেশি আছে শীতকালীন শাক-সবজির দাম। তবুও তা কেনা সম্ভব হচ্ছে। কিন্তু হাত দেওয়ায় সম্ভব হচ্ছেনা গরমের সবজিতে । দামের জন্য বাজার করার পরিমাণও কমিয়ে দিয়েছেন। তিনি জানান সাধারণ মানুষের এর ফলে অসুবিধের মুখেই পড়তে হচ্ছে বলে।ফলে শীতকালীন সবজির দাম কম থাকলেও অনেকটাই বেশি গ্রীষ্মকালীন সবজির দাম। আর দীর্ঘায়িত বৃষ্টি হলেও তা আরও ঊর্ধ্বমুখী হতে পারে বলে ক্রেতা থেকে শুরু করে বিক্রেতা সকলে মনে করছেন ।
দেখে নেওয়া যাক কত রয়েছে শাক-সবজির দাম—
আলু-১৮ টাকা কেজি
পেঁয়াজ-৪০ টাকা কেজি
পটল- ২৫০ টাকা কেজি
ঢেঁড়শ- ১৫০টাকা কেজি
সজনে ডাঁটা- ২০০ টাকা কেজি
গাজর- ৫০ টাকা কিলো
বাঁধাকপি- ২০ টাকা কিলো
ফুলকপি- ৩০ টাকা পিস
টম্যাটো – ৩০ টাকা কিলো
ছোটো বেগুন- ৮০ টাকা কিলো