উত্তরপ্রদেশে আজ প্রথম দফার নির্বাচন, ভাগ্য পরীক্ষা যোগী আদিত্যনাথের মন্ত্রিসভায় নয় মন্ত্রীর

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আজ উত্তরপ্রদেশে শুরু হল প্রথম দফার বিধানসভা নির্বাচন। প্রথম দফায় ভোট হবে ১১টি জেলার ৫৮টি আসনে। ২ কোটি ২৭ লক্ষ ভোটার নির্ধারণ করবেন ৬২৩ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য। নজরকাড়া কেন্দ্রগুলির মধ্যে রয়েছে এমনকি মেরঠ, মথুরা, মুজফ্ফরনগর, বাগপত, গাজিয়াবাদ, বুলন্দশহর, আলিগড়, আগরা, গৌতমবুদ্ধ নগর।

প্রথম দফার ভোটে ভোটাররা ভোট-ভাগ্য নির্ধারন করবেন যোগী আদিত্যনাথ মন্ত্রিসভায় নয় মন্ত্রীর।
ভোটের দিনে মথুরায় পুজো দিলেন যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার মন্ত্রী শ্রীকান্ত শর্মা। সকাল ৯টা পর্যন্ত মথুরার ভোটের হার ছিল ৮.৪। আলিগড়ে ভোটের হার ছিল৮.৩৯ শতাংশ। তাছাড়া বাগপতে ১১%, মীরাটে ৯%, হাপুড়ে ৮.১৬% এবং বুলন্দশহরে ৭.৩৪% ভোট পড়েছে। আগ্রায় ভোট পড়েছে ৮.১ শতাংশ।

উল্লেখ্য, গত বিধানসভা ভোটে এই ৫৮টি আসনের মধ্যে বিজেপি জিতেছিল ৫৩টিতে। সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টি পেয়েছিল দুটি করে আসন। একটি আসন গিয়েছিল রাষ্ট্রীয় লোকদলের হাতে। প্রথম দফার ভোটে হতে চলেছে উত্তরপ্রদেশের ৬ জন মন্ত্রীর ভাগ্য পরীক্ষা । ১০ মার্চ ফল ঘোষণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *