অবশেষে ভারতের হাতে এলো নতুন অস্ত্র! পরীক্ষিত অগ্নির ভয়ে হাঁটু কাঁপছে পাকিস্তানের
বেস্ট কলকাতা নিউজ : বারবার ভারতের ক্ষতি করতে চেয়েছে যে দেশ, এবার তারাই ভারতের বিরুদ্ধে শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে করছে। অবাক হচ্ছেন তো? পাকিস্তানকে নিয়ে অবাক হওয়ার মত কিছুই নেই। আসলে ভারতের নতুন অস্ত্র পরীক্ষায় পাশ করার পরই ভয়ে হাঁটু কাঁপতে শুরু করে দিয়েছে ইসলামাবাদের।

গত ২০ অগস্ট ওড়িশার চাঁদিপুর থেকে ভারত তাদের ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল বা IRBM অগ্নি ৫ উৎক্ষেপণ করে। জানা গিয়েছে সেই পরীক্ষায় সফল ভাবে পাস করেছে অগ্নি ৫। আর এতেই সব হওয়া বেরিয়ে গিয়েছে পড়শি দেশের। তারা বলছে, সাম্প্রতিক সংঘর্ষের পর ভারত যেভাবে নিজেদের অস্ত্র ও শক্তি বৃদ্ধি করে চলেছে তাতে নাকি তাদের উদ্বেগ বেড়ে গিয়েছে। তথ্য বলছে, অগ্নি ৫ নাকি ৫ হাজার কিলোমিটারে চেয়ে বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। আর সেই কারণেই গোটা এশিয়া মহাদেশকে টপকে যেতে পারে অগ্নি ৫। যে কারণে একে ইন্টার-কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা ICBM-এর ক্যাটেগরিতেও ফেলে দেওয়া যায়। ফলে খুব স্বাভাবিক ভাবেই এর আওতায় রয়েছে সম্পূর্ণ পাকিস্তান। যে কারণে সবচেয়ে বেশি চাপে পড়েছে ইসলামাবাদ, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।