অবশেষে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা দুয়ারে রেশন প্রকল্প নিয়ে , রেশন ডিলারদের ১ লাখ টাকা গাড়ি কিনতে
বেস্ট কলকাতা নিউজ : অবশেষে মুখ্যমন্ত্রীর স্বপ্নের দুয়ারে রেশন প্রকল্প চালু হল প্রায় সমগ্র রাজ্যজুড়ে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেশন ডিলারদেরকে ১ লাখ দেওয়ার কথা ঘোষণা করলেন এমনকি গাড়ি কিনতেও।এছাড়াও মুখ্যমন্ত্রী একগুচ্ছ সুবিধার কথা ঘোষণা করলেন রেশন ডিলারদের জন্যও। এদিকে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন রাজ্যের বাসিন্দাদের বাড়ি বাড়ি রেশন পৌঁছে দিতে ২১০০০ গাড়ি লাগবে বলেও। ডিলারদের ব্যক্তিগত গাড়ি ব্যবহারে উৎসাহ দিতে মুখ্যমন্ত্রী এও বলেন, দিলে রাজ্য সরকার ডিলারকে ১ লক্ষ করে টাকা দেবে নিজের গাড়িতে করে রেশন গ্রাহকদের কাছে পৌঁছে দিলে। অর্থাৎরাজ্য সরকার ১ লাখ টাকা করে দেবে দুয়ারে রেশনের ডিলারশিপ নিয়ে নিজের গাড়ি ব্যবহার করলে।
পাশাপাশি তিনি দুয়ারে রেশনের জন্য ডিলারশিপ নিতে উৎসাহিত করার জন্য ৫ লক্ষ থেকে কমিয়ে ডিলারশিপ মূল্য ১ লক্ষ করে দেওয়ার কথাও ঘোষণা করেন। পাশাপাশি যা কমিয়ে তিনি ৫০ হাজার করারও প্রস্তাব দেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী ঘোষণা করেন দুয়ার রেশনের জন্য ডিলারদের কুইন্টাল প্রতি কমিশন বৃদ্ধি করার কথাও।