অবিরাম বৃষ্টির কারনে বিপর্যয়, উত্তরবঙ্গ জুড়েই ব্যাহত সব পরিষেবা
শিলিগুড়ি : গতকাল থেকে অবিরাম বৃষ্টির কারনে বিপর্যয় উত্তরবঙ্গের সব পরিষেবা। ব্যাহত সাধারন মানুষ জীবন,গত কয়েকদিনের অবিরাম বৃষ্টির কারনে শিলিগুড়ির বেশ কয়েকটি ওয়ার্ড জলের তলায় চলে গেছে। জল কয়েকটি বাড়িতে ঢুকে গেছে বলে জানিয়েছেন ওয়ার্ড এর সাধারন মানুষ। শিলিগুড়িতে অন্য বারের তুলনায় এই বারের বৃষ্টি অনেকটাই বেশী বলে মনে করছে আবহাওয়া দপ্তর।
এদিকেআগামী কয়েকদিন শিলিগুড়িতে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে গতকাল সন্ধ্যা থেকেই বৃষ্টি নামে, দোকানের সামনে জল জমে যায়। মানুষ আটকে পড়ে যান রাস্তার মধ্যেই। বৃষ্টি বাড়ে রাতে। রাতে বৃষ্টি বাড়ায় বহু গাড়ি আটকে যায় রাস্তায়। শিলিগুড়ির মহানন্দা নদীর সামনের বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। শিলিগুড়িতে কমলা সতর্কতা জারী করেছে আবহাওয়া দপ্তর। শিলিগুড়ির বেশ কিছু এলাকাজুড়ে বৃষ্টির জল বাড়ির ভিতরে ঢুকে যাওয়ায় চমর অশান্তিতে আছেন এলাকার বাসিন্দারা। প্রতি বছর জল জমে এই অবস্থার সৃষ্টি করে বলে ক্ষোভ জানিয়েছেন তারা।