আগামী ৩০ জুন থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা, ১১ এপ্রিল থেকে শুরু হল রেজিস্ট্রেশন
বেস্ট কলকাতা নিউজ : ফের অমরনাথ যাত্রা শুরু হচ্ছে চলতি বছরের ৩০ জুন থেকে। ১১ এপ্রিল থেকে ভক্তদের জন্য শুরু হল রেজিস্ট্রেশনও। এ কথা জানিয়েছে শ্রী অমরনাথজি মন্দির বোর্ড। উল্লেখ্য, গত দুই বছর অমরনাথ যাত্রা স্থগিত ছিল কোভিড-১৯ মহামারীর জন্য। আবার শুরু হচ্ছে অমরনাথ যাত্রা দু’বছর বন্ধ থাকার পর । শ্রী অমরনাথজি মন্দির বোর্ডের সিইও নীতিশ্বর কুমার এও জানিয়েছেন, এই বছর ৩০ জুন থেকে ১১ অগাস্ট পর্যন্ত তীর্থযাত্রার আয়োজন করা হচ্ছে।
সংবাদ সংস্থা এএনআইকে নীতিশ্বর আরও জানিয়েছেন, তীর্থযাত্রীরা অনলাইনেও রেজিস্ট্রেশন করতে পারবেন অমরনাথ যাত্রা ২০২২-এর জন্য । তাছাড়া রেজিস্ট্রেশন করা যেতে পারে অমরনাথ মন্দির বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়েও। কিংবা মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করেও অমরনাথ যাত্রার নাম নথিভুক্ত করা যেতে পারে।