দিঘায় যেন লকডাউন পরিস্থিতি ভোটের পূর্বেই , শুনশান করছে এমনকি সমুদ্রের ধারও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : রাত পেরোলেই এ রাজ্যের ভোট। তাই দিঘা একেবারে অচেনা চেহারা নিলো সপ্তাহান্ত হলেও। শুনশান করছে এমনকি সমুদ্র সৈকত ও। বরং উপচে পড়া ভিড় দিঘা স্টেশনে। সেখানে রয়েছে বাড়ি ফেরার তুমুল ব্যস্ততাও। লকডাউন পর্ব মিটতেই সমস্ত ভ্রমণ প্রেমী মানুষ ভিড় করছিলেন কলকাতার কাছে দিঘার সমুদ্রতীরে। গত কয়েকমাস ধরেই তাই সপ্তাহের শেষ দিনগুলিতে সৈকত নগরীতে উপচে পড়ছে পর্যটকদের ভিড়। কিন্তু ছবিটা পুরোপুরি আলাদা এই সপ্তাহে। বরং শুক্রবার থেকেই ঘরমুখী মানুষের ঢল। প্রথম পর্যায়ে শনিবার ভোট কাঁথি উত্তর ও দক্ষিণ কেন্দ্রে। তাই দিঘায় পুলিশের কড়া নজরদারি চলছে সপ্তাহের শুরু থেকেই। শুক্রবার থেকে পর্যটকদের ঘোরাফেরা করতে বারণ করা হয়েছে সমুদ্রের ধার-সহ আশেপাশের এলাকাতেও। তাই পর্যটকরা সৈকতনগরী ছাড়ছেন একরকম বিষন্ন মনেই।

শুক্রবারও অনেকেই দিঘায় বেড়াতে এসেছেন কলকাতা সহ দুরদুরান্ত থেকে। কিন্তু তাঁদের অনেকেই এখন ঘরমুখো পরিস্থিতি দেখে। দিঘাতেও পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জোর টহলদারি চলছে ভোটের আগের দিনও । জোরদার হয়েছে নাকা চেকিংও। তাই স্বাভাবিক ছন্দেও নেই দিঘা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *