অরণ্যপ্রহরী প্রস্তুত সুন্দরবনে যশ মোকাবিলায় , থাকছে কুইক রেসপন্স টিমও
বেস্ট কলকাতা নিউজ : সুন্দরবন বিশেষ ভাবে তৎপর ঘূর্ণিঝড় পরবর্তী বিপর্যয় মোকাবিলায়৷ ঝড়ের পর জঙ্গল থেকে যাতে বাঘ কোনওভাবে বেরিয়ে লোকালয়ে প্রবেশ করতে না পারে করা হয়েছে সেই ব্যবস্থাও৷ ফেন্সিং কোনওভাবে ভেঙে পড়লে বাঘ, হরিণ বা অন্য বন্যপ্রাণী যাতে বেরিয়ে না আসে সেজন্যও বন দফতর নদীপথেও বিশেষটহলদারি চালাবে৷ একটি কুইক রেসপন্স টিম পুরো জেলার পরিস্থিতির উপর নজর রাখবে জেলা বন দফতরের ডিএফও মিলন মণ্ডলের নেতৃত্বে।
অরণ্যপ্রহরী নামে একটি বড় বোট মোতায়েন থাকবে কুলতলি এলাকায় ক্ষয়ক্ষতির দিকটি মাথায় রেখেইl ১৮ জন সদস্য সেই বোটে থাকবেন। তারা দ্রুত এলাকায় গিয়ে দ্রুত মেরামত করবেন ভেঙে পড়া ফেন্সিং। গ্রামের কোথাও বাঘ ঢুকে পড়ার মতো ঘটনা ঘটলে দুটি আলাদা টিম রাখা আছে কুলতলি ও ঝড়খালি এই দুই বিট অফিসে।তড়িঘড়ি এলাকায় গিয়ে যারা বাঘকে সহজেই কাবু করতে পারবেন ঘুমপাড়ানি বন্দুক দিয়ে। বোটে ঘুমপাড়ানি বন্দুক, লোহার খাঁচা ও নাইলনের জাল মজুত রাখা হয়েছে। ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে ।শুধুমাত্র ৩৭ কিলোমিটার নাইলনের ফেন্সিং রয়েছে কুলতলি বিট অফিস এলাকায় থাকা তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকায়।