চিন অবশেষে সেনা প্রত্যাহার শুরু করল প্যাংগং থেকে, প্রমাণ দিল ভারত

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : চুক্তি মেনে চিনা সেনা ক্রমশ পিছোচ্ছে। তারা ক্রমশ নিজেদের সীমান্তের দিকে ফিরে যাচ্ছে এমনকি প্যাংগং হ্রদের উত্তর দিকের ফিঙ্গার ফোর এলাকা থেকেও। সরকারের তরফে সোমবারই জানানো হয়েছিল এই বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে দুই দেশের মধ্যে। সেনা সরিয়ে নেওয়া হবে প্যাংগং হ্রদের দুপাশ থেকেই।মঙ্গলবার খবর মিলেছে সেই মতো চিন সেনা সরাতে শুরু করেছে বলেই।

সরকারি তরফে আরও জানানো হয়েছে, পিপলস লিবারেশন আর্মি (PLA) তাদের সেনা ক্রমশ প্রত্যাহার করে নিচ্ছে এমনকি ফিঙ্গার ফাইভ এলাকা থেকেও। এছাড়াও স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে তার ছবি। চিন প্রতিরক্ষার বড় প্রাচীর তৈরি করেছিল ফিঙ্গার ফোর থেকে ফিঙ্গার এইটের মধ্যেও। তারা বন্দুক তাক করে রেখেছিল ভারতের দিকে মুখ করে। এদিকে ভারতও সেনা নিয়ে উপস্থিত ছিল ফিঙ্গার ফোরে। গত বছর আগস্ট থেকে লাদাখ উপত্যকায় ভারত ও চিন সেনা এভাবেই মুখোমুখি অবস্থান করছিল। এখন দুই দেশের শান্তিপূর্ণ আলোচনার পর চিন যখন সেনা সরিয়ে নিয়েছে তখন ভারতের তরফেও ভেঙে ফেলা হয় চিনা সেনার তৈরি করা বাঙ্কারও। উঠে এসেছে তার একটি ভিডিও-ফুটেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *