আজ ডাক্তারদের ধর্মঘট, অচল হয়ে পড়লো শিলিগুড়ি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : ডাক্তারদের ধর্মঘটে অচল হয়ে পড়লো শিলিগুড়িও। আজ সকাল থেকেই ডাক্তাররা ধর্মঘট শুরু করেন, চরম দুর্দশা শুরু হয়ে যায় সাধারণ মানুষের। বিশেষ করে শিলিগুড়িতে নৌকাঘাট, ফাঁসি দেওয়া, এবং ফুলবাড়ি থেকে আশা রোগীরা বিক্ষোভে ফেটে পড়েন। অনেকেই জানেন দ্বিতীয়বার আশা সামর্থ্য তাদের নাই কোনভাবে টাকা জোগাড় করে যাতায়াতের খরচ তুলে তারা হাসপাতালে এসে পৌঁছাচ্ছেন। অথচ চিকিৎসার ন্যূনতম পরিষেবা পাচ্ছেন না। ফিরে যেতে হচ্ছে তাদের। আজ শিলিগুড়ির হাসপাতালে আউটডোরের সামনে গিয়ে দেখা গেল হাসপাতাল খোলা ঠিকই তবে পরিষেবা দেওয়ার মতো কেউ নেই, একই অবস্থা শিলিগুড়ির এমারজেন্সিতেও, বলা হচ্ছে ভর্তি নেওয়া হবে কিন্তু কোন চিকিৎসা পরিষেবা পাবেন না। বাইরে অনেক জায়গায় প্রাইভেটে ডাক্তাররা আসেননি, ফোন করে বুক করা হলো ডাক্তাররা জানাচ্ছেন আজকে আসবেন না, অনেকেই জানাচ্ছেন বিকেলে নয় রাতে একবার বসতে পারি।

ডাক্তাররা জানিয়েছেন আজকে সারা দেশের ধর্মঘট, তারাও ধর্মঘটে আওতায় পড়েন, তাই আজকে রোগী দেখবেন না। গোটা শিলিগুড়ি শহরে ডাক্তারদের ধর্মঘটে অচল অবস্থা তৈরি হয়েছে। বিশেষ করে টেস্ট করে যারা রিপোর্ট দেখাতে এসেছেন তারাও বিপাকে পড়ে গেছেন। জামা গাছে এরপর দাবি না মানা হলে দাদা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে নামবেন। অনেক রোগীও আজকে এসে ফিরে যান। এমার্জেন্সির ওয়ার্ডের দরজার সামনে থেকে। অনেক মা তাদের সন্তানদের কোলে নিয়ে চিকিৎসা করাতে এসে হতাশ হয়ে ফিরে যা ন। একই অবস্থা মেডিকেল কলেজ এও। এখানেও ডাক্তার আছেন নি বা আসবেন না বলে জানিয়ে দিয়েছেন। গোটা শিলিগুড়ি শহরে প্রায় ৩০টির উপরে ডাক্তারদের প্রাইভেট চেম্বার আজকে বন্ধ। ধর্মঘটে নেমেছেন ডায়াগনস্টিক সেন্টার ও। সব মিলিয়ে একদিনে ডাক্তারদের ধর্মঘটে চরম বিপাকে শিলিগুড়ির মানুষেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *