আধার কার্ড আপডেট করা যাবে ব্যাংকের পাসবুক দিয়েই
বেস্ট কলকাতা নিউজ : এখন থেকে আর বেশি পরিশ্রম করতে হবে না আধার কার্ড আপডেট করতে গেলে। এবার আধার কার্ড আপডেট করা যাবে ব্যাংকের পাসবই দিয়েই। এমনকি সেই কাজ করা সম্ভব হবে বাড়িতে বসে অনলাইনেই। তবে এরজন্য রাখতে হবে সঙ্গে কিছু নথিও। ইউএডিআইএ এ ক্ষেত্রে জারি করেছে বিশেষ কিছু নিয়মাবলীও।
ইউএডিআইএ আরও জানাচ্ছে সঠিত তথ্য সম্বলিত নথি জমা দেওয়া প্রয়োজন আধার কার্ডে বদল আনার জন্য। ইউএডিআইএ বৈধ হিসেবে গণ্য করে মোট ৪৪টি নথিকে। তাই ব্যাংকের পাসবইকেও গ্রহণ করা হবে ঠিকানার প্রমাণ পত্র হিসেবেও। কারণ গুরুত্বপূর্ণ প্রমাণপত্র হিসেবে ধরা হয় ব্যাংকের পাসবইকেই। তাই মান্যতা দেওয়া হয়েছে এটিকেও ।ইউএডিআইএ এও জানিয়েছে যদি কোনও ব্যক্তি ব্যাংকের পাসবইকে নিজের ঠিকানার প্রমাণপত্র হিসেবে পেশ করে, তবে তা গ্রাহ্য হবে বলেই। তবে সেক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষের সই ও স্ট্যাম্প মারা থাকতে হবে পাসবইয়ে থাকা ছবিতে। কোনও ব্যক্তি যদি পাসবইয়ে নিজের বাড়ির ঠিকানা বদল করতে চান, তবে ব্যাংকের পাসবই পালন করে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকাও।