কোনো মাথা নোয়াব না ইডি-সিবিআইয়ের কাছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডিকে হাজার পাতার নথি পাঠালেন ইমেল করে !

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : গত ২০ মার্চ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করা হয়েছিল কয়লা কান্ডে জিজ্ঞাসাবাদের জন্য। সেখানে তার কাছে কিছু নথিপত্রও চাওয়া হয় ইডি-র দফতরে তাঁকে জেরা করার সময়। জেরার পর বেরিয়ে এসে তিনি এমনকি সাংবাদিকদের এও জানিয়েছিলেন, “ইডি-সিবিআইয়ের কাছে তিনি কোনও ভাবে মাথা নোয়াবেন না। তিনি আরো বলেন, অকারণ তাঁকে হেনস্থা করা হচ্ছে। এদিকে নাম না করে বিজেপিকে লক্ষ্য করে তিনি বলেন , যাঁরা ইডি,সিবিআইকে কাজে লাগিয়ে স্বার্থ চরিতার্থ করতে চাইছে , তাঁদের বলতে চাই ,আমার অবস্থানে আমি অনড় থাকব। এমনকি ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করব আমার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারলে ।

জেরার সময় অভিষেকের কাছে চাওয়া নথিপত্র অর্থাৎ যা কাগচপত্র চেয়ে ছিল, সেই মতো মঙ্গলবার হাজার পাতার বিস্তারিত নথি ইডি-র দফতরে পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডি সূত্রে খবর, মঙ্গলবার অভিষেকের তরফে ইডির কাছে জমা পড়েছে হাজার পাতার নথি । তবে ইমেল -এর মাধ্যমে এসে পৌঁছেছে সেই নথি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *