আমি গর্বিত আমি শিক্ষক,এমনটাই মনে করেন শিলিগুড়ির বিশিষ্ট বর্ষীয়ান নাগরিক সুকুমার ভাদুড়ী

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : আমি ছোট বেলার থেকেই শিক্ষাকে পছন্দ করি। তাই আমি এই প্রফেশন কে বেছে নিয়েছি, আমি মনে করি শিক্ষা এমন একটা জিনিস যা মানুষের ভালো এবং মন্দ কে আলাদা করে রাখে। মানুষ নিজেই জানে না একজন মানুষ সে পুরুষ অথবা মহিলা যেই হোক তার সবার আগে প্রয়োজন শিক্ষার। আমি আমার নিজের জীবনে প্রচুর মানুষকে শিক্ষা দিয়েছি। তারা অনেকেই বড় বড় জায়গায় পৌঁছে গেছে। এটাই আমার সবথেকে বড় প্রাপ্তি, শিক্ষার মূল্য মানুষের জীবনে অপরিসীম। ছোটবেলা থেকেই আমি দেখেছি বা ব্যক্তিগতভাবে নিজেও কষ্ট করে বড় হয়েছি মানবজীবনে শিক্ষার একটা আলাদা মূল্য আছে।। সবাই পড়াশোনা ভালো হয় না।, সেটা দোষের ও না। তবু চেষ্টা করে যেতে হয় পড়াশোনার ব্যাপার।

তিনি আরো বলেন ভালো মন্দ বিচার হওয়ায় প্রাথমিকভাবে ঈশ্বরের আশীর্বাদে। এবং পরে নিজের চেষ্টায়। পরে তো ভগবান থাকেই। আমি শিক্ষক জীবনে বহু স্বীকৃতি এবং সম্মান পেয়েছি। যেটা আমার কাছে বলতে পারো যে আমার জীবনের ক্ষেত্রে স্মরণীয় অধ্যায়। তাই আমি মনে করি সবাইকেই বলতে চেষ্টা করি মন দিয়ে পড়াশোনা কর কারণ এর চাইতে বড় কিছু আর নেই। শিক্ষাক্ষেত্রে উঁচু নিচু এবং ছোট বড় থাকবে সেটাকে নিয়েই চলতে হবে। আমি নিজে সবাইকে বলি চেষ্টা করে যাও, হাল ছেড়ো না একদিন না একদিন সাফল্য আসবেই । আর সেটা তৈরি করবে শিক্ষা। এমনটাই জানালেন সুকুমার ভাদুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *