আরও বিপাকে পড়লো জীবন কৃষ্ণ সাহা, তলব ২০ জনকে, ইডি তৎপর হল দুর্নীতির পর্দা ফাঁস করতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : চাকরি দেওয়ার নাম করে একাধিক প্রার্থীর থেকে টাকা নিয়েছিলেন জীবনকৃষ্ণ, তারপর সেই টাকা আলু ব্যবসায় খাটিয়েছেন দিনের পর দিন! এমনই অভিযোগ সামনে এনেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। চাকরির নামে যে জীবনের অ্যাকাউন্টে কোটি টাকা ঢুকেছে, সেই তথ্যও পেশ করেছে ইডি। আর এবার বড়ঞার বিধায়কের বিপদ বাড়তে পারে আরও। সেই সব প্রার্থীদের এবার তলব করছে ইডি, যাদের কাছ থেকে জীবনকৃষ্ণ টাকা নিয়েছিলেন বলে অভিযোগ।

এদিকে ইডি সূত্রে খবর, প্রথম দফায় ২০ জনকে তলব করা হচ্ছে সিজিও কমপ্লেক্সে। আগামী সপ্তাহে তাঁদের তলব করছে ইডি। প্রায় শতাধিক প্রার্থীর থেকে বিধায়ক টাকা নিয়েছিলেন বলে দাবি করছে ইডি, তার মধ্যেই রয়েছেন এই ২০ জন। কার মাধ্যমে কীভাবে ওই টাকার লেনদেন হয়েছিল, তা জানতে চায় ইডি। এমনকি কতজন প্রার্থী টাকা দিয়েছিল সেই তালিকা তৈরি করে ফেলেছে তদন্তকারী সংস্থা। এবার ইডি জানতে চায় চাকরির নামে মোট কত টাকা কামিয়েছেন জীবন। ইতিমধ্যেই আদালতে ইডি জানিয়েছে, ২০১০ থেকে ২০১৫ সালের মধ্যে জীবনকৃষ্ণের অ্যাকাউন্টে ঢুকেছে ১ কোটি ২০ লক্ষ টাকা। তবে এ সব কোনও কথাই স্বীকার করতে চাননি বিধায়ক। তদন্তেও তিনি ঠিকমতো সহযোগিতা করছেন না বলে অভিযোগ। বিধায়কের দাবি, তাঁদের পারিবারিক ব্যবসা রয়েছে, সেই টাকারই লেনদেন হয়েছে। আরো অভিযোগ, নিয়োগ দুর্নীতির টাকা দিয়ে আলুর বন্ড বা আলু কিনে রাখতেন জীবনকৃষ্ণ, তারপর দাম বাড়লে সেই আলু বিক্রি করে দিতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *