আরজি কর নিয়ে এক জোরালো প্রতিবাদ জানালেন শিক্ষক শিক্ষিকারা
নিজস্ব সংবাদদাতা : ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনে আরজিকর ঘটনা কে নিয়ে তীব্র প্রতিবাদ জানালেন শিক্ষক এবং শিক্ষিকারা। মোমবাতি এবং টর্চ নিয়ে প্রথমে মৌন মিছিল এবং পরে প্রতিবাদ মিছিল করলেন তারা। তারা জানালেন এই বছর শিক্ষক দিবসের সমস্ত অনুষ্ঠান তারা বাতিল করেছেন। যতক্ষণ না পর্যন্ত অপরাধের সাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা প্রতিবাদ চালিয়ে যাবে ন। শিক্ষকেরা জানিয়েছেন অপরাধী এখনো দোষী সাব্যস্ত হয়নি, তাদেরকে আড়াল করা হচ্ছে , কে বা কারা আড়াল করছে তাদের জানা নেই , তবে এইভাবে বেশি দিন চলতে পারেনা। আইন আইনের পথে চলুক এবং দোষীরা সাজা পাক। এদিন শিক্ষকদের সাথে যোগ দেন বহু বেসরকারি শিক্ষা মাধ্যম এবং বেশ কিছু আর্টস্কুল। যোগ দেয় প্রাইমারি স্কুল গুলিও।