আশা কর্মীরা অবশেষে রাজ্যজুড়ে আন্দোলনে নামছে উপযুক্ত পারিশ্রমিক ও ইন্সেন্টিভের দাবিতে
বেস্ট কলকাতা নিউজ : অবশেষে রাজ্যের ৬০ হাজার আশা কর্মী এবার আন্দোলনে নামছে উপযুক্ত পারিশ্রমিক এর দাবিতে। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমত আরা খাতুন জানিয়েছেন, গ্রামীণ স্বাস্থ্য কর্মী হিসাবে আসা কর্মীরা সব ধরনের কাজ করলেও তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছে উপযুক্ত পারিশ্রমিক থেকে। এমনকি ইসমাতারা খাতুনের আরও অভিযোগ দীর্ঘদিন ধরে দাবীদাওয়া সরকারের কাছে পেশ করা হলেও সরকার আশা কর্মীদের দাবি-দাওয়া কে কোন রকম ভাবে আমল দিচ্ছে না বলেও। এর পরিপ্রেক্ষিতেই অবশেষে রাজ্যের আশা কর্মীরা নামতে চলেছে বৃহত্তম আন্দোলনের পথেই ।
তিনি আরও বলেন,প্রায় ৬০ হাজার আশাকর্মী কাজ করে কেন্দ্রীয় প্রকল্প- ন্যাশনাল রুরাল হেলথ মিশনের অধীন ‘আশা’ প্রকল্পে।মূলত গ্ৰামীণ এই স্বাস্থ্যকর্মীদের মূল কাজ মা, শিশুর পরিষেবা ও গ্রামীণ জনসাধারণের বিভিন্ন রোগের পরিষেবা দেওয়া হলেও বর্তমানে কয়েক গুন বেড়ে গেছে তাদের কাজের চাপ। করোনার শুরু থেকে এখনো পর্যন্ত তারা অক্লান্তভাবে দিয়ে চলেছে সমস্ত ধরনের পরিষেবা। এমনকি তাতে নেই কোন ধরনের কোন পারিশ্রমিক ও ছুটিও। উপরন্তু নিয়মিত দেওয়া হচ্ছে না সারা রাজ্যে আশাকর্মীরা কাজের বিনিময়ে যে ইন্সেন্টিভ টুকু পান সেটুকুও। এমনকি মাসিক ইনসেনটিভও বকেয়া পড়ে রয়েছে গত ৬ – ৯ মাস পর্যন্ত। এই অবস্থায় আর কোন উপায় নেই ব্যাপক আন্দোলন ছাড়া।