আসছে চলেছে জৈষ্ঠ মাস, অথচ শিলিগুড়িতে কোনো রকম দেখা নেই আমের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : জৈষ্ঠ মাসে শুরু প্রায় বেশি দিন নেই, শিলিগুড়িতে অন্যান্য বারের মতো এখনো আম বাজারে আসেনি। খুব একটা আমের ফলন ভালো হয়নি বলে জানাচ্ছেন আমের ব্যবসায়ীরা। একেবারেই যে বাজারে আম আসেনি তা কিন্তু নয়, কিন্তু অন্যান্য বারের তুলনায় তা একেবারেই সামান্য। শিলিগুড়িতে মালদার আম আসে অনেকটাই পড়ে, আগে বিদেশে যায় তারপরে মালদায় আসে, এবারও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু তাছাড়াও শিলিগুড়িতে বিভিন্ন এলাকা থেকে, বা বলতে পারা যায় বিভিন্ন জায়গা থেকে আম চলে আসে, বৈশাখের মাঝামাঝি অথবা বৈশাখ মাসে শেষের দিকে শিলিগুড়িতে আম চলে আসে। কিন্তু এবার একেবারে আমের দেখা নেই শিলিগুড়িতে, প্রতিবছর শিলিগুড়িতে ম্যাংগো ফেস্টিভ্যাল করেন ট্যুরিজমের কর্ণধার রাজ বসু। এবারে তিনিও হতাশ কারণ শিলিগুড়িতে এবার আমের সাড়া নেই সেভাবে। বাজারে এখনো আম সেভাবে না আসায় ,

এদিকে আমের পাইকারি ব্যবসায়ী এবং খুচরা ব্যবসায়ীরা উভয় পক্ষই চরম হতাশ হয়ে পড়েছেন। শিলিগুড়িতে শুধু আম আসেনা , শিলিগুড়ি থেকেও বিভিন্ন জায়গায় আম রপ্তানি হয়। সে জায়গাতেও ক্রমশ ঘাটতি দেখা গেছে। এখন আমের ব্যবসায়ীরা জানাচ্ছেন , মে মাসের শেষের দিকে বাজারে আম আসতে চলেছে। আপাতত সেদিকেই তাকিয়ে আছে আম প্রেমীরা। ফলের রাজা আমের এবারে উত্তরবঙ্গে অবস্থা খুবই খারাপ। একই ভরসা মালদার উপরে। কিন্তু সবার আগে মালদার আম বিদেশে রপ্তানি করা হয়। কাজেই সে জায়গাটাও একটা কিন্তু থেকে যায়। গাছের আম এবারে একেবারেই হয়নি বললেই চলে। এবছর বৃষ্টি বা ঝড় সেভাবে এখনো শুরু হয়নি, কাজে আমের মুকুল পড়ে যাবে এমনটাও কিন্তু হয়নি। কিন্তু তা সত্ত্বেও শিলিগুড়িতে আম নেই। তবে আমের প্রেমীরা হতাশ হচ্ছেন না, তারা জানিয়েছে আম আসবে তবে তার জন্য একটু সময় দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *