ইউপিএ সরকারও’ দেখাতে পারেনি ‘কর্মসংস্থানের কোনো রকম দিশা, সংসদে এক চাঞ্চল্যকর বিবৃতি দিলেন রাহুল গান্ধী

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ২০১৪ সাল থেকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রে ক্ষমতায় রয়েছে এনডিএ। আর এই সাড়ে ১০ বছরের বেশি সময়ে দেশে কর্মসংস্থান নিয়ে বারবার প্রশ্ন তুলেছে বিরোধীরা। আর সেই কর্মসংস্থান নিয়ে লোকসভায় মোদী সরকারকে আক্রমণ করতে গিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারকেও ‘নিশানা’ করলেন রাহুল গান্ধী। ইউপিএ সরকারও কর্মসংস্থান নিয়ে দেশের যুব সমাজকে দিশা দেখাতে পারেনি বলে স্বীকার করলেন।

সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদজ্ঞাপন বক্তব্যে এদিন কেন্দ্রকে একাধিক ইস্যুতে আক্রমণ করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সেখানেই বেকারত্ব নিয়ে এনডিএ সরকারকে আক্রমণ করতে গিয়ে ইউপিএ সরকারের কথাও টেনে আনেন রাহুল। ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত কেন্দ্রে ক্ষমতায় ছিল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার। বেকারত্ব নিয়ে বলতে গিয়ে এদিন রাহুল বলেন, “ইউপিএ সরকার কিংবা বর্তমান এনডিএ সরকার, বেকারত্বের মোকাবিলা কেউ করতে পারেনি। কর্মসংস্থান নিয়ে স্পষ্ট জবাব দিতে পারেনি দেশের যুব সমাজকে।”

যদিও কিছুদিন আগে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য তথ্য দিয়ে জানিয়েছিলেন, ইউপিএ সরকারের ১০ বছরের চেয়ে এনডিএ সরকারের ১০ বছরে কর্মসংস্থান অনেক বেশি হয়েছে। তথ্য তুলে ধরে তিনি জানিয়েছিলেন, ” ২০১৪-১৫ সালে দেশে চাকরির সংখ্যা ছিল ৪৭.১৫ কোটি। ২০২৩-২৪ অর্থবর্ষে তা পৌঁছয় ৬৪.৩৩ কোটিতে। অর্থাৎ মোদী সরকারের আমলে গত ১০ বছরে ১৭ কোটি ১৯ লক্ষ চাকরি হয়েছে। সেখানে ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইউপিএ সরকারের আমলে ২ কোটি ৯০ লক্ষ চাকরি হয়েছিল।

এদিকে কেন্দ্রের মেক ইন ইন্ডিয়া উদ্যোগকেও ব্যর্থ চেষ্টা বলে এদিন উল্লেখ করেন রাহুল গান্ধী। মূলত ২০১৪ সালে ক্ষমতায় আসার পরই মেক ইন ইন্ডিয়ার উদ্যোগ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশি কোম্পানিগুলিকে তাদের পণ্য ভারতে উৎপাদনের আহ্বান জানান। এদিন সংসদে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই রাহুল গান্ধী এও বলেন, “আমি বলব না যে প্রধানমন্ত্রী চেষ্টা করেননি। এটা ভাল আইডিয়া ছিল। কিন্তু, প্রধানমন্ত্রী ব্যর্থ হয়েছেন।” একইসঙ্গে তিনি আরও বলেন, চিনের পণ্যের উপর ভারতের নির্ভরশীলতা বাড়ছে। যা দেশের সুরক্ষার জন্য বিপজ্জনক । চিনের সেনা ভারতীয় ভূখণ্ডে ঢুকে রয়েছে বলেও লোকসভার বিরোধী দলনেতা এদিন অভিযোগ করেন। তার জন্য মেক ইন ইন্ডিয়ার উদ্যোগের ‘ব্যর্থতা’ দায়ী বলে মন্তব্য করেন তিনি। সংসদে এদিন বারবার চিনের নাম নেওয়ায় রাহুলকে কটাক্ষ করেছে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *