ইন্ডিয়া জোটের শেষ কথা -লালু নীতীশই, আসন ভাগাভাগি চূড়ান্ত হল বিহারে , মাত্র ৪টি আসনে লড়তে চলেছে কংগ্রেস

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অবশেষে কাটছে জোট নিয়ে জট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডেডলাইন না মানলেও, লোকসভা নির্বাচনের জন্য ইন্ডিয়া জোটের আসন ভাগাভাগির আলোচনা শুরু হয়ে গেল। বিরোধী জোটে আসন ভাগাভাগির তালিকায় প্রথমেই নাম ছিল বিহারের, কারণ সেখানে শরিকের সংখ্যা সবথেকে বেশি। রবিবারই বিহারের আসন ভাগাভাগি চূড়ান্ত করে নিল ইন্ডিয়া জোট। কোন দল কত আসনে লড়বে জানেন?

এদিকে রবিবার ইন্ডিয়া জোটের বিহারে আসন ভাগাভাগি নিয়ে নয়া দিল্লিতে বৈঠকে বসেছিলেন আরজেডি নেতা মনোজ ঝা, কংগ্রেস নেতা অশোক গেহলট, সলমন খুরশিদ ও মুকুল ওয়াসনিক। বৈঠকে স্থির করা হয়, লোকসভা নির্বাচনে ১৭+১৭+৪+২ ফর্মুলায় নির্বাচনে লড়া হবে। ৪০টি লোকসভা আসন বিহারে, তার মধ্যে শাসক জোটে জনতা দল (ইউনাইটেড) ও রাষ্ট্রীয় জনতা দল ১৭টি করে আসনে লড়বে। বিহারে কংগ্রেস ৪টি আসনে প্রার্থী দেবে। বামেরা প্রার্থী দেবে ২টি আসনে।

বৈঠক শেষে কংগ্রেস নেতা সলমন খুরশিদ বলেন, “জোটসঙ্গী সমস্ত দলের সঙ্গে বৈঠক করা হবে। আজকের বৈঠকে আমরা বিহারের আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করেছি। জোটসঙ্গীদের মতামতও জানতে চেয়েছি”। আগামী ২-১ দিনের মধ্যেই জেডি(ইউ)-র সঙ্গে আলাদাভাবে বৈঠক করা হবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *