কলকাতা পুরসভা কৃত্রিম জলাশয় তৈরি করছে ছটপুজোর জন্য

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ছট পুজো আগামী ২০ নভেম্বর৷ কলকাতা পুরসভা তার জন্য তৈরি করছে কৃত্রিম জলাশয়৷ কেএমডিএ ও কলকাতা পুরসভা যৌথভাবে করছে এই জলাশয়ে নির্মাণের কাজ৷ পুরসভা সূত্রে খবর গতবছরের তুলনায় এ বছর বেশি কৃত্রিম জলাশয় তৈরি করা হবে বলেও৷ কলকাতা পুরসভা সূত্রে আরও খবর, এবছর কলকাতায় গত বছরের তুলনায় বেশি গঙ্গার ঘাট ও কৃত্রিম জলাশয় তৈরি করা হচ্ছে করোনা আবহের জেরে। এবার ১৩০ টির বেশি গঙ্গার ঘাট ও কৃত্রিম জলাশয় তৈরি করা হবে ছটপুজোর জন্যই৷ এর মধ্যে প্রায় তৈরি করা হচ্ছে ৫৫ টি কৃত্রিম জলাশয়৷

কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য দেবাশিস কুমার আরও জানিয়েছেন, গঙ্গার ঘাট ও কৃত্রিম জলাশয়গুলিতে পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা করা হয়েছে ছটপুজোয় পুণ্যার্থীদের যাতে কোনও অসুবিধে না হয় এমনকি তার জন্যও। বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক পড়াটাও৷ সব ঘাটে ঘাটে মাস্ক বিলি করা হবে এমনকি কলকাতা পুরসভার পক্ষ থেকেও ৷এছাড়া ঘাটগুলিতে আলাদা জায়গা করা হচ্ছে শৌচালয় এবং মহিলাদের পোশাক পরিবর্তনের জন্যও৷ ঘাটে থাকবে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও৷ বিশেষ নজরদারি চলবে সামাজিক দূরত্ব বিধি মানা হচ্ছে কিনা এমনকি সেদিকেও৷

রবীন্দ্র সরোবরে এ বছর ছটপুজো করা যাবে না৷ কোনও শর্তেই রবীন্দ্র সরোবরে ছটপুজোয় অনুমতি দেওয়া যাবে না বলেও আদালত জানিয়েছিল৷ কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটি তথা কেএমডিএ আবেদন করেছিল পরিবেশ আদালতের কাছে, হোক রবীন্দ্র সরোবরে ছটপুজো করতে দেওয়া শর্ত সাপেক্ষে। কিন্তু পরিবেশ আদালত অবশেষে খারিজ করে দেয় কেএমডিএ-র সেই আর্জি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *