উত্তরবঙ্গের বন্যা দুর্গতমানুষ দের পাশে দাঁড়ালো সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশন ও ইস্কন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : প্রাকৃতিক দুর্যোগের কবলে উত্তরবঙ্গের পাহাড় থেকে সমতল। সাম্প্রতিককালে ভয়াবহ বন্যা পরিস্থিতির কবলে পড়ে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চল। সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশন উত্তরবঙ্গের বন্যা ও ভূমিধ্বসের কারণে সৃষ্ট এই কঠিন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার অঙ্গীকার জানিয়েছে। এই মানবিক উদ্যোগে ইস্কন শিলিগুড়ি-র সঙ্গে মিলিতভাবে তাঁরা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে। মূলত এই উদ্যোগের অংশ হিসেবে প্রতিদিন শিলিগুড়ি ইসকন মন্দির নিয়মিতভাবে ২৫০০ পরিবারের জন্য রান্না করা খাবার সরবরাহ করে চলেছে। যাতে দুর্গত মানুষদের জন্য সময়মতো খাদ্যের ব্যবস্থা করা যায়। এদিকে এদিন ইসকনের তরফ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কে প্রীতি কৃতজ্ঞতা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *