এই মরশুমে রঞ্জি ট্রফি খেলেই অবসর নেবেন , সমাজ মাধ্যমে এমনটাই জানালেন ঋদ্ধিমান সাহা
নিজস্ব সংবাদদাতা : অনেক হয়েছে, ৪০ বছর বয়স হয়ে গেল, এবার অবসর। সমাজ মাধ্যমে ঠিক এমন ভাবেই জানালেন ঋদ্ধিমান সাহা। গতকাল তিনি জানিয়েছেন, অনেক বছর ধরে ক্রিকেট খেললেন, এবার নিজের পরিবার এবং কোচিং এ মন দিতে চাই। দেশের হয়ে খেলেছি, রাজ্যের হয়ে খেলেছি, ক্রিকেট আমাকে অনেক কিছুই দিয়েছে, দিয়েছে সম্মান , দিয়েছে ভালোবাসা নিজের জার্সির পিছনে ইন্ডিয়া লেখা, যে কতটা গর্বের এটা বলে বোঝানো যাবে না। তাই ভাবছি এই বার একটু বিশ্রাম নিতে হবে। বাংলাতে অনেক নতুন নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসছে, তাদেরকে জায়গা ছাড়তেই হবে, জানালেন ঋদ্ধিমান সাহা, ওরাই তো আগামী দিনের ভবিষ্যৎ। বাংলা দলের কান্ডারী ওরাই হবে, জানালেন ঋদ্ধিমান সাহা।
তিনি আরও জানান, আমি অনেক ক্রিকেট খেললাম ক্লান্ত হয়ে গেছি, এবার একটু পরিবারের কাছে থাকতে চাই, ইচ্ছে আছে কলকাতাতে অ্যাকাডেমী খোলার। নতুন নতুন খেলোয়ার তৈরি হবে , নতুন খেলোয়ার উঠে আসবে আর সেটা যদি আমার কোচিং ক্যাম্প থেকে আসে তার থেকে ভালো আর কিছু হবে না, জানালেন ঋদ্ধিমান সাহা, শিলিগুড়ির কাছেও আমি অনেক ঋণী, আমার শুরুটা তো শিলিগুড়ি থেকে। আমার সহ খেলোয়ার যারা তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। সব মিলিয়ে আমি ক্রিকেট থেকে অনেক কিছুই পেয়েছি, তাই আমার কোন আক্ষেপ নেই , এমনটাই জানালেন ঋদ্ধিমান সাহা।