রাজ্য শিশু ও মহিলা কমিশনের আচমকা হানা কুলটির নিষিদ্ধ পল্লিতে , উদ্ধার ৪৭ জন নাবালিকা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : রাজ্য শিশু ও মহিলা কমিশন কুলটির নিষিদ্ধ পল্লি থেকে ৪৭ জন নাবালিকাকে উদ্ধার করল আচমকা অভিযান চালিয়ে। বুধবার রাত ১১টা নাগাদ আচমকাই এক প্রতিনিধিদল কুলটির লছিপুর দিশা জনকল্যাণ নিষিদ্ধ পল্লিতে উপস্থিত হয় কমিশনের চেয়ারম্যান অনন্যা চক্রবর্তীর নেতৃত্বে।এমনকি সঙ্গে ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক বিভু গোয়েল, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার অজয় ঠাকুর-সহ বিশিষ্ট উচ্চপদস্থ আধিকারিকরা। এলাকায় একরকম হুড়োহুড়ি পড়ে যায় আচমকা এই হানায়। তাঁরা ঘরে ঘরে ঢুকে তল্লাশি চালিয়ে উদ্ধার করেন নিষিদ্ধ পল্লিতে এসে পড়া নাবালিকাদের।

কমিশনের চেয়ারম্যান অনন্যা চক্রবর্তী আরও জানান, গোপন সূত্রে তাঁরা খবর পান এখানে দেহ ব্যবসায় নামানো হয়েছে মাত্র ৫-৬ জন নাবালিকাকে। তারা এখানে তল্লাশি অভিযান চালান সেই অনুযায়ী ছক কষে। কিন্তু পাওয়া যায় ৪৭ জনকে। এরা কোথাকার বাসিন্দা এখনও তা জানা যায়নি। স্বেচ্ছায় নাকি বলপূর্বক দেহব্যবসায় নামানো হয়েছে তদন্ত চলছে এমনকি তারও। অন্যদিকে একই সঙ্গে আটক করা হয় বেশ কয়েকজন যুবককেও। যাদের মধ্যে গ্রাহকও ছিল। আটকদের মধ্যে আবার রয়েছে দেহ ব্যবসায় যুক্ত যুবকরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *