একুশে জুলাই আসতে আর বেশি দেরি নেই, অবশেষে প্রস্তুতি শুরু করলো তৃণমূল কংগ্রেস
নিজস্ব সংবাদদাতা :একুশে জুলাই আসতে আর বেশি দেরি নেই, এর মধ্যেই বিশেষ প্রস্তুতি শুরু করলো তৃণমূল কংগ্রেস। আবার এদিকে বসে নেই দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস ও। এদিন নকশাল বাড়িতে অনুষ্ঠিত হলো একুশে জুলাই নিয়ে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের এক প্রস্তুতি সভা। এদিন সঞ্জয় টিব্রুওয়াল এবং পাপিয়া ঘোষ ছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যান্য জেলা নেতৃত্ব। এবারে যতটা পারা যায় বেশি সংখ্যক কর্মীদের নিয়ে আমাদের একুশে জুলাই এ যেতে হবে। এদিন এমনটাই জানালেন পাপিয়া ঘোষ। সঞ্জয় টিব্রুওয়াল এদিন জানান আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন একুশে জুলাই যতটা পারা যায় কর্মীদের নিয়ে যেতে। আর আমাদের সেই চেষ্টাই করতে হবে।
