একের পর এক খুন হতো না’‘প্রশাসন সচেতন থাকলে, রাজ্যকে কার্যত তুলোধনা করলো এসসি কমিশনের
বেস্ট কলকাতা নিউজ : ময়নায় এলেন জাতীয় এসসি কমিশনের প্রতিনিধিরা। এদিকে বৃহস্পতিবার সকালে জাতীয় এসসি কমিশনের প্রতিনিধি দলের প্রতিনিধিরা কথাও বলেন পূর্ব মেদিনীপুরের ময়নার বাকসা গ্রামে নিহত বিজেপি নেতার পরিবারের সদস্যদের সঙ্গে। কেন্দ্রীয় প্রতিনিধিদের সামনে নিজেদের ক্ষোভের কথা উগড়ে দিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা। পুলিশ আরও সক্রিয় হলে এই প্রাণহানি আটকানো যেত বলেও নিহতের স্ত্রী এদিন এসসি কমিশনের ভাইস চেয়ারম্যানের সামনে দাবি করেছেন । এদিকে ‘প্রশাসনিক গাফিলতিতে পশ্চিমবঙ্গে একর এক মার্ডার’, বিস্ফোরক অভিযোগে সরব হয়েছে জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদারও।
মূলত পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে অপহরণ করে খুনের অভিযোগ করা হয়েছে পরিবারের তরফে । এই খুনের অভিযোগ করা হয়েছে মূলত স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। যদিও তৃণমূলের পাল্টা দাবি এই খুনের ঘটনা ঘটেছে বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরেই। এদিকে, অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যেই জাতীয় এসসি কমিশনের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার সকালে পৌঁছে যায় ময়নায় নিহত বিজেপি নেতার বাড়িতে।