এক নয় প্রতিশ্রুতি ভাঙা আর মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া , প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পর বিয়ে করতে অস্বীকার করলেই তা প্রতারণা নয় – বম্বে হাইকোর্ট

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : দু’জনের সম্মতিতেই শারীরিক সম্পর্ক হলে তা কখনোই ধর্ষণ নয়, এমনকি বলা যাবে না প্রতিশ্রুতি ভঙ্গও ,বোম্বে হাইকোর্ট এমনটাই রায় দিল একটি মামলার পরিপ্রেক্ষিতে। আদালতের মতে, কখনোই এক নয় প্রতিশ্রুতি ভাঙা আর মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া। ফলে তা কখনোই প্রতারণা হতে পারে না বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পর বিয়ে করতে অস্বীকার করলেই। এমনটাই জানালো বম্বে হাই কোর্ট

উল্লেখ্য,পালঘরের বাসিন্দা কাশীনাথ ঘারতের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি সঙ্গীনীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে তিন বছরের বেশি সময় ধরে সহবাস করার পর জানান তাঁকে বিয়ে করবেন না। প্রাথমিক ভাবে ধর্ষণ ও প্রতারণার অভিযোগ আনা হয় কাশীনাথের বিরুদ্ধে। যদিও কাশীনাথকে ধর্ষণের অভিযোগ থেকে নিষ্কৃতি দেন নিম্ন আদালতের বিচারপতি। তবে তাঁর এক বছরের জেলও হয় প্রতারণার দায়ে। আর এরপরই কাশীনাথ বম্বে হাইকোর্টে মামলা করেন নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে ।সেই মামলার শুনানিতে বিচারপতি অনুজা প্রভুদেশাইয়ের পর্যবেক্ষণ, সঙ্গীনীর সাক্ষ্য অনুযায়ী তিনি কাশীনাথের কাছে প্রতারিত হননি কোনওভাবেই । শারীরিক সম্পর্ক হয়েছিল মূলত দু’জনের সম্মতিতেই।

এদিকে যাবতীয় তথ্যপ্রমাণ খতিয়ে দেখে ও সাক্ষীদের বক্তব্য শোনার পর বম্বে হাইকোর্ট বলে, “অভিযুক্ত মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করেছিল, প্রমাণ মেলেনি এমন কোনও ঘটনার। ফলে প্রতারণা বলা ঠিক হবে না দীর্ঘদিন সম্পর্কে থাকার পর বিয়ে করতে না চাওয়াকে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *