এটা কোনো আন্দোলন হতে পারে না বিজেপি বাংলার মানুষকে উস্কানি দিচ্ছে,জানালেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ
নিজস্ব সংবাদদাতা : বিজেপি আন্দোলনের নামে বাংলার মানুষকে উস্কানি দিচ্ছে এতে কি কোন ন্যায় বিচার হবে ?বললেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ । দার্জিলিং জেলা সভাপতি জানান আমাদের বাংলাকে অশান্ত করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চলেছে বিজেপি কিন্তু বাংলার মানুষ এটা হতে দেবে না। এইভাবে কি কোন আন্দোলন চলে? এইভাবে কি কোন প্রতিবাদ হয়? এইভাবে কি কোন নির্যাতিতা বিচার পায়? আন্দোলনের নাম করে যে ধরনের কটুক্তি যে ধরনের মন্তব্য চালাচালি চলছে সেটা ভাবাই যায় না। এর নেপথ্যে আছে বিজেপি এবং সিপিএম, ভোটে জিততে না পেরে এইভাবে তৃণমূলের পিছনে লেগেছে তারা। একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে এটা সত্যি, তবে তার জন্য এত মানুষ কষ্ট পাবেন কেন? আমি হাসপাতালের ডাক্তার দের অনুরোধ করব তারা কাজে ফিরুন , না হলেই সব গরিব রোগীরা কোথায় যাবে? ক্যান্সার রোগীদের কেমোথেরাপি হচ্ছে না, কিডনি রোগীদের ডায়ালাইসিস হচ্ছে না, জ্বর নিয়ে বাচ্চারা ফিরে যাচ্ছে এটা কোন ধরনের ভালো কাজ হচ্ছে?
তিনি আরো বলেন আমার সবার কাছে অনুরোধ আন্দোলন করুন কিন্তু আন্দোলনের নামে এইসব অবিচার অন্নাচার করবেন না। তাতে মানুষের লাভ ছাড়া ক্ষতি হবে। জেলা সভাপতি আরো জানান আমাদের সবাইকে এক হয়ে এই ধর্ষণকারীদের লড়তে হবে , কিন্তু তা বলে এরকম রাজ্যবাসীকে বিপদের মধ্যে ঠেলা যাবে না। সবাই আপনারা ধৈর্য ধরুন মুখ্যমন্ত্রী আমাদের সাথে আছেন, সঠিক বিচার হবেই জানালেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ।