এবার কলেজের ভর্তিতে অনলাইন পদ্ধতি চালু হচ্ছে দুর্নীতি রুখতে
বেস্ট কলকাতা নিউজ : এবার কলেজে ভর্তির ক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে অনলাইন পদ্ধতি চালু হতে চলেছে দুর্নীতি রোধ করার জন্য। কলেজে ভর্তির নামে এমনকি নতুন নয় তোলাবাজি কিংবা ইউনিয়নের দাদাগিরির অভিযোগও । শিক্ষামহল থেকে বারবার দাবি উঠেছে, কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি এই রোগের একমাত্র ওষুধ। সূত্রের খবর, এবার সরকার সেই পথে হাঁটতে চলেছে। উচ্চ শিক্ষা দফতর আগামী সপ্তাহে বৈঠকে বসছে নবান্নর তরফে সবুজ সঙ্কেত মেলার পর।
বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা মোট কটি কলেজে ভরতির আবেদন পড়ুয়ারা জানাতে পারবেন ? তা নিয়ে এখনও নেওয়া হয়নি চূড়ান্ত সিদ্ধান্ত। এদিকে এবার থেকে আবেদন জানাতে অনলাইনে ফের পড়ুয়াদের ফি জমা দিতে হতে পারে। উল্লেখ্য, করোনা আবহে গত দুই বছর ধরে পড়ুয়াদের ফি দিতে হচ্ছে না কলেজে ভরতির আবেদনের জন্য । এই আবহে ফের অনলাইনে আবেদনের ফি জমা দিতে হবে কি না, আগামী সপ্তাহের বৈঠকে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।