এবার কেরোসিনের দাম বাড়ল এক লাফে, প্রতিবাদে সামিল হল ডিলাররা
বেস্ট কলকাতা নিউজ : ক্রমশ বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের মতো জ্বালানির দাম। এই অবস্থায়, আরও বাড়ল আম জনতার জ্বালা। এবার বাড়ল কেরোসিনের দামও। মার্চ-এপ্রিল মাসে লিটারে ২২ টাকা বেড়েছে কেরোসিনের দাম! এদিকে আবার সাধারণ মানুষকে ৮০ টাকা লিটার দরে কেরোসিন কিনতে হচ্ছেগণবণ্টন ব্যবস্থায় ! আর এর জন্য সম্পূর্ণভাবে দায়ী কেন্দ্রের চরম জনবিরোধী নীতি – এই অভিযোগ তুলে আজ রাজ্য কেরোসিন ডিলার্স অ্যাসোয়িসেশনের সদস্যরা ডেপুটেশন দিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষের কাছে।এই মুহূর্তে এক চরম ভয়াবহ জায়গায় পৌঁছে গেছে পেট্রোপণ্যের দাম। এরই মধ্যে আবার বাড়ালো কেরোসিনের দরও। আর এর জেরেই মাথায় হাত গরিব ও সাধারণ মানুষের।