এবার টয় ট্রেন কে নিয়ে তথ্য চিত্র তৈরি করতে চলেছেন ইউরোপিয়ান চিত্র পরিচালকেরা
নিজস্ব সংবাদদাতা : এবার টয় ট্রেনকে নিয়ে, তথ্যচিত্র তৈরি করতে চলেছেন ইউরোপের নামি চিত্র পরিচালকেরা। সৌজন্যে টয় ট্রেনের অদ্ভুত যাত্রা, এবং জনপ্রিয়তা। চিত্র পরিচালকেরা টয়ট্রেন কে দেখে এতটাই অভিভূত হয়ে গেছেন , তারা ভেবেছেন টয় ট্রেনকে নিয়ে সিনেমা করলে প্রচন্ড জনপ্রিয় হবে। মূলত এর আগেও ইউরোপ থেকে বহু চিত্রপরিচালক, দার্জিলিং ঘুরে গেছেন এবং টয়ট্রেন কে দেখে অভিভূত হয়েছেন। এবারে তারা সিনেমা তৈরি করতে চান, এবং তথ্যচিত্র তৈরি করতে চান।
এদিকে অস্ট্রিয়া, সুইডেন এবং জার্মানির চিত্রপরিচালকেরা টয় ট্রেন কে দেখে এতটাই অভিভূত যে তারা ভেবেই নিয়েছেন, তাদের সিনেমার কিছু অংশের শুটিং যদি এই শৈল শহরে করা যায় সিনেমা যথেষ্ট জনপ্রিয় হবে। তবে কেন্দ্রীয় সরকারের অনুমতি, এবং কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অনুমতি ছাড়া এই সিনেমা শুটিং সম্ভব নয় সেটাও তারাও জানেন। টয় ট্রেনের জনপ্রিয়তা শুধু ইউরোপই থেমে থাকেনি, আমেরিকা এবং আফ্রিকাতে ও জনপ্রিয়। সবমিলিয়ে বিশ্বের কাছে আগামী দিনে হয়তো এক জনপ্রিয় দৃষ্টান্ত হতে চলেছে দার্জিলিংয়ের টয় ট্রেন।