১০ দিন পার হল উত্তরাখণ্ডে বিধ্বংসী তুষারধসের! ৬১টি মৃতদেহ, ২৮টি দেহাবশেষ উদ্ধার এখনও পর্যন্ত

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : চলতি মাসের শুরুতেই উত্তরাখণ্ডের বিস্তৃর্ণ অঞ্চল একরকম তছনছ হয়ে গিয়েছে হড়পা বানে। এই বানে সর্বাধিক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চামোলি জেলা। বিধস্ত হয়েছে এমনকি উত্তরাখণ্ডের তপোবন ও ধৌলিগঙ্গা সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। এদিকে শুরু থেকেই এনডিআরএফ, ভারতীয় সেনাকেও বেশ বেগ পেতে হচ্ছিল পাহাড়ি এলাকায় উদ্ধারকাজ চালাতে গিয়েও। মাঠে নামানো হয়েছিল এমনকী বায়ুসেনা ও নৌসেনাকেও। এদিকে শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে ৬১ জনের মৃতদেহ। পাশাপাশি জানা যাচ্ছে ২৮ জন মৃত ব্যক্তির দেহাবশেষ উদ্ধার করা হয়েছে বলেও।একইসাথে সেনা বাহিনী বিশেষ জোর দিয়েছে নতুন করে বন্যা বিধ্বস্ত তোপোবন টানেলে উদ্ধারকাজেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *