এবার থেকে চিকিৎসকরা পৌঁছে যাবেন সমস্ত গ্রামেই ‘দুয়ারে পিজি’ কর্মসূচি শুরু হল এরাজ্যে
রাজ্যের প্রত্যন্ত এলাকার মানুষেরাও যাতে খুব সহজে চিকিৎসা পরিষেবা পেতে পারেন তাই নতুন উদ্যোগ রাজ্য সরকারের। উন্নতমানের চিকিৎসা পরিষেবা এবার পৌঁছে দেওয়া হবে একেবারে ঘরের দুয়ারে কারণ গ্রামে গ্রামে পৌঁছে যাবেন এসএসকেএম এর চিকিৎসকরা মঙ্গলবার অর্থাৎ গতকাল থেকে এই ‘দুয়ারে পিজি’ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার এবং বৃহস্পতিবার এই দুদিন পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি ২ নম্বর ব্লকের এসএসকেএম এর প্রায় ৩৪ জন জুনিয়র চিকিৎসকের একটি শিবির করা হয়েছে। সেখানেই রোগী দেখবেন চিকিৎসকরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানুয়ারি মাসে এসএসকেএম এর প্রতিষ্ঠা দিবসে গিয়ে উপস্থিত হয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন জুনিয়ার ডাক্তারদের গ্রামে পাঠানোর কথা । এক্ষেত্রে জুনিয়র ডাক্তাররা বিশেষ কিছু সুবিধা পাবেন বলেও জানিয়েছিলেন তিনি। গ্রামে গ্রামে গিয়ে ডাক্তাররা চিকিৎসা করবেন মানুষের। এমন অনেক রোগী রয়েছে যারা গ্রাম থেকে শহরে এসেছে চিকিৎসা করাতে পারেন না। এই কারণে চিকিৎসা পরিষেবা খোদ তাদের কাছে পৌঁছে যাবে । এমনটাই পরিকল্পনা ছিল মুখ্যমন্ত্রীর । এবার সেই পরিকল্পনা বাস্তব রূপ পেল। গ্রামে চিকিৎসা পরিষেবা দেওয়া শুরু করলেন পিজির জুনিয়ার ডাক্তাররা।