এবার থেকে ন্যায্য মূল্যে আলু কেনা হবে রাজ্যের কৃষকদের থেকে
বেস্ট কলকাতা নিউজ : যা পরিস্থিতি চলছে তাতে আলুর অতি ফলনের সম্ভাবনা রয়েছে চলতি মরসুমে। সে ক্ষেত্রে কৃষকরা যাতে আলুর সঠিক দাম পায় তার জন্য রাজ্য সরকার ঠিক করেছে ওই আলু রাজ্যের কৃষকদের কাছ থেকে কিনে নেওয়া হবে বলেও। অবশ্য এক্ষেত্রে আলু কেনার দায়িত্ব দেওয়া হচ্ছে হিমঘরে মালিকদেরকেই। এমন সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে নবান্নে রাজ্য মন্ত্রিসভার এক বৈঠকে।
প্রসঙ্গত , কৃষকেরা গত প্রায় তিন মাস ধরে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ক্রমাগত আন্দোলন করছে নতুন কৃষি আইনের বিরোধিতা করে। সেই পরিস্থিতিতে আলু চাষিদের কথা মাথায় রেখে রাজ্য সরকারের এমন সিদ্ধান্তের একটা আলাদা তাৎপর্য রয়েছে বলেই মনে করছে এ রাজ্যের রাজনৈতিক মহল।দিনক্ষণ ঘোষণা না হলেও ইতিমধ্যেই আসন্ন বিধানসভা ভোটের দামাদা বেজে গিয়েছে এ রাজ্যে। মূলত বিজেপি ক্রমশ প্রতিপক্ষ হয়ে উঠে আসছে এ রাজ্যের রাজ্যের শাসকদল তৃণমূলের কাছে। সেই পরিস্থিতিতে মনে করা হচ্ছে আলুচাষিদের ন্যায্য দাম দেওয়ার ব্যবস্থা করে রাজ্যের শাসক শিবির কৃষকদের সমর্থন আদায় করার ক্ষেত্রে সুবিধাজনক অবস্থায় থাকবে বলেও।