এবার বাংলার বাড়ি পাবেন ৮৫ হাজার উপভোক্তা , প্রকাশ হল দ্বিতীয় দফায় প্রাপকদের খসড়া তালিকা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : নদীয়া জেলায় প্রকাশিত হল বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় দফার খসড়া তালিকা। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই তালিকায় মোট ৮৫ হাজার ৬৩৩জন উপভোক্তার নাম অন্তর্ভুক্ত হয়েছে। সোমবার সকাল থেকেই জেলার প্রতিটি গ্রামপঞ্চায়েত, ব্লক অফিস, মহকুমা শাসকের দপ্তর এবং জেলা প্রশাসকের কার্যালয়ে তালিকাটি ঝুলিয়ে দেওয়া হয়েছে। যাতে সাধারণ মানুষ তা দেখে যাচাই করতে পারে। যদি দেখা যায়, কোনও অযোগ্য ব্যক্তি বা পরিবারের নাম উঠেছে, তবে প্রশাসন তা যাচাই করবে। অভিযোগ প্রমাণ হলে অযোগ্যদের নাম তালিকা থেকে বাদ দেবে। এরপর সংশোধিত তালিকা গ্রামসভায় প্রকাশ করা হবে। যাতে প্রকৃত উপভোক্তারা তাঁদের নাম আছে কি না, সে ব্যাপারে নিশ্চিত হতে পারেন।

প্রশাসনের এক আধিকারিক বলেন, খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। তবে, দ্বিতীয় দফায় কতজন উপভোক্তা বাংলার বাড়ির টাকা পাবেন, সেই সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। রাজ্য থেকে বরাদ্দ টাকা এলেই, তা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, সমীক্ষার শুরুতে নদীয়া জেলায় মোট ৮৬ হাজার ৬০০জন উপভোক্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে, সুপার চেকিং ও বিভিন্ন যাচাই পর্বের পর প্রায় ১০০০ নাম বাদ পড়েছে। ফলে, চূড়ান্ত খসড়া তালিকায় স্থান পেয়েছে ৮৫ হাজার ৬৩৩জন। এদিকে, প্রথম দফার অগ্রগতি নিয়েও জেলা প্রশাসন তথ্য দিয়েছে। প্রথম দফায় ৪৬ হাজার ৩৫৮জন উপভোক্তার মধ্যে ৪৪ হাজার ৮০৯জন ইতিমধ্যেই বাড়ির কাজ শেষ করেছেন। অর্থাৎ, নদীয়া জেলায় ৯৬.৪ শতাংশ বাড়ি নির্মাণ সম্পূর্ণ হয়েছে। প্রশাসনের দাবি, এটি রাজ্যের মধ্যে অন্যতম সেরা সাফল্যের নজির। উল্লেখ্য, গত ১০ অক্টোবরের মধ্যে নদীয়ায় দ্বিতীয় দফার সুপার চেকিংয়ের কাজ শেষ করা হয়। এরপর ১৭ অক্টোবরের মধ্যে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *