এস আই আর এর বিরুদ্ধে প্রতিবাদের ডাক দিলো জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব
নিজস্ব সংবাদদাতা: অবশেষে শুরু হলো এস আই আর, এদিকে তৃণমূল কংগ্রেস শুরু করলো তাদের প্রতিবাদ মিছিল। এদিন জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এস আই আর এর বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করা হলো। এদিকে বি এল ও ১ এর দায়িত্বপ্রাপ্ত সভাপতি পাপিয়া ঘোষ এদিন জানান অনেকদিন ধরে বিজেপি আমাদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে । এবার ওরা বাংলার মানুষের বিরুদ্ধে চলে গেছে। এর একটা বিহিত হওয়া দরকার। এদিন তিনি আরও জানান আমরা সবাই একত্রে এই এস আই আর এর বিরুদ্ধে মানুষের জন্য লড়াই করতে নামবো । কারন আমরা মানুষের জন্য চিন্তা করে এই কাজ করতে নেমেছি। এদিন এই এস আই আর এর প্রতিবাদ মিছিলের সভায় উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব , ডেপুটি মেয়র রঞ্জন সরকার এস জে ডি এর চেয়ারম্যান সঞ্জয় তীব্রাল, এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। এদিন মেয়র গৌতম দেব জানান আমাদের দলের কর্মীরা প্রতিটা ওয়ার্ড মানুষের হয়ে মানুষের জন্য লড়াই করবে । তাই আজকের থেকে আমাদের যুদ্ধ শুরু হয়ে গেল।


