কয়লা কেলেঙ্কারি, আদালত গ্রেফতারির পরোয়ানা জারি করল বিকাশ মিশ্রের বিরুদ্ধে
বেস্ট কলকাতা নিউজ : অবশেষে আদালত বিকাশ মিশ্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কয়লা পাচার কাণ্ডে। জানা গেছে বিকাশ আদালতে হাজিরা দেয়নি বার বার আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিলেও। অবশেষে আসানসোলের বিশেষ সিবিআই আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করল বিকাশ মিশ্রের বিরুদ্ধে। আদালত সূত্রে খবর, কয়লাকাণ্ডে এ বার আসানসোল আদালত খারিজ করে দিল বিকাশ মিশ্রর অন্তর্বর্তী জামিন। কারন, আসানসোল আদালতের অন্তর্বর্তীকালীন জামিন থাকাকালীন বার বার আদালতে হাজিরা দেওয়ার কথা থাকলেও বিকাশ স্বাস্থ্যের কারণে হাজির হননি। সেই কারণেই আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করল বিকাশ মিশ্রের বিরুদ্ধে ।
উল্লেখ্য, কয়লা কাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্র হলেন মূল অভিযুক্ত বিনয় মিশ্রর ভাই। বিকাশ মিশ্রর অন্তর্বর্তীকালীন জামিন বাতিলের জন্য এপ্রিল মাসে সিবিআইয়ের পক্ষ থেকে আবেদন করা হয়। গত মার্চ মাস নাগাদ অন্তর্বর্তীকালীন জামিন পান বিকাশ মিশ্র। এবার আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করল হাজিরা না দেওয়ার কারণে।