কলকাতার ব্যাবসায়ী খুনের মামলায় এফআইআর দায়ের হল রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে
নিজস্ব সংবাদদাতা : কলকাতার ব্যাবসায়ী খুনের মামলায় রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে এফআইআর। যদিও প্রশান্ত বর্মন এই ব্যাপারে কোনো কিছু বলতে চান নি, তবুও এই ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশান্ত বর্মন শুধু রাজগঞ্জ কেন গোটা উত্তরবঙ্গর কাছে পরিচিত মুখ। সে কিভাবে এই ধরনের ঘটনার সাথে জড়িয়ে পড়লো এটা ভেবেই অবাক হচ্ছেন সেখানকার মানুষ। এদিকে কলকাতার ওই ব্যাবসায়ীর মৃত্যুর সাথে কিভাবে বিডিও প্রশান্ত বর্মন এর নাম জড়ালো এটাও অবাক করেছে রাজগঞ্জ এর মানুষকে। এটা অভিযোগ না এর পিছনে অন্য কোনো রহস্য আছে এটাই এখন মুখ্য চিন্তা সেখানকার মানুষের। আর রহস্য ক্রমশ দানা বাঁধছে সেখান থেকেই।


