কাশ্মীরের পহেলগাঁওয়ে নি-ষ্ঠুর জ-ঙ্গী হামলার প্রতিবাদে বং মিডিয়া উজ্জ্বলের উদ্যোগে মাথাভাঙায় ধি-ক্কার মিছিল
কুচবিহার : কাশ্মীরের পহেলগাঁওয়ে নি-ষ্ঠুর জ-ঙ্গী হাম-লার প্রতিবাদে বং মিডিয়া উজ্জ্বলের উদ্যোগে মাথাভাঙায় শুরু হল এক বিশাল ধি-ক্কার মিছিল। এদিন সকালে মাথাভাঙ্গা সুপার মার্কেটের সামনে থেকে এই মিছিল শুরু হয় । এই মিছিলে এদিন যুক্ত হয়েছিলেন মাথাভাঙ্গার সমস্ত বুদ্ধিজীবী, যুবক যুবতী চাকরিজীবী থেকে শুরু করে সাধারণ মানুষজন। এদিন সবার একটাই বক্তব্য ছিল, নিরীহ মানুষদের এইভাবে হত্যা করে সন্ত্রাসবাদীরা কাকে কি বোঝাতে চাইছে? এতে কার লাভ হলো? যারা কিছুই জানতো না, যারা নিরাপরাধ, আজকে তারা সন্ত্রাসের বলি হল। নির্বিচারে তাদের পরিবারের সামনেই তাদের গুলি করে হত্যা করল জঙ্গিরা। এই নিষ্ঠুর হত্যাকান্ডের প্রতিবাদ সারা বিশ্বজুড়ে শুরু হয়ে গেছে। ঠিক তেমনি মাথাভাঙাও তার ব্যতিক্রম নয়। মানুষের পাশে মানুষ যদি আজকে না দাঁড়ায় এই সন্ত্রাসবাদকে দমন করা সম্ভব হবে না। ওদেরকে বুঝিয়ে দিতে হবে ওদের এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় এসেছে।

এদিন প্রতিবাদীরা আরোও জানান কাশ্মীরের মতো জায়গা, যেখানে বলা হয় জীবন্ত স্বর্গ সেই জায়গার কালো আকাশ আজকে যেন ভয়ে আতঙ্কে জর্জরিত। যা ভাষায় প্রকাশ করা যায় না, সেই সন্তানদের মুখগুলি যারা তাদের বাবা মাকে হারিয়েছে। আজকের প্রতিবাদ সেইসব মানুষদের জন্য যাদের এই পৃথিবী থেকে চলে যেতে হল কোন দোষ না করেই। এদিকে এদিন এই মিছিলে প্রতিবাদ জানাতে গিয়ে অধিকাংশ ব্যবসায়ী তাদের দোকান বন্ধ রাখেন। পথ চলতি মানুষ চলার পথে দাঁড়িয়ে এই আন্দোলনের প্রতিবাদ করেন। ধুপগুড়ি এবং তার আশেপাশের বিভিন্ন এলাকা থেকেও এদিন অনেক মানুষ এদের এই মিছিলে যোগদান করেন। অনেকেই কালো ব্যাচ পড়ে এই মিছিলে আসেন। গোটা ধুপগুড়ি এই সন্ত্রাসবাদী হামলার পরে চরম ক্ষুব্ধ হয়ে আছে। এদিনের এই মিছিল যেন তাই প্রমাণ করে দিল।