কে গেল কে আসল আমি চিন্তা করছি না শুধুমাত্র দলকে জিতাতে হবে, বললেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ পাপিয়া ঘোষ
নিজস্ব সংবাদদাতা : দল যত বড় হবে ততই সমস্যা বাড়বে। যারা যারা সত্যি দলকে ভালোবাসেন তারা কিন্তুু সারা বাংলা জুড়েই তৃণমূল কংগ্রেস করছেন। আর যারা শুধুমাত্র নিজের কথা ভাবেন তারাই দল পরিবর্তন করেন। দল থেকে চলে যাওয়া নেতাদের নিয়ে ঠিক এই ভাষাতেই কথা বললেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ। তিনি এও জানান ভোট ঘোষনা হয়ে গেছে এখনো যদি আমাদের এই সব নিয়ে চিন্তা করতে হয়ে তবে আর কিছুই বলবার নেই। আমাদের এখন একমাত্র দরকার প্রচার।
এইবারে পাহাড়ের ভূমি পুত্র দাড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের হয়ে। যাকে ঠিক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এখন তাই সময় নষ্ট না করে দলের জন্য কাজে ঝাপিয়ে পড়া দরকার। যে যাবে সেতো আর ফিরবে না, তার ব্যক্তিগত ব্যাপার। তাই আমরা এই সব নিয়ে মাথাই ঘামাচ্ছি না। যেটা লক্ষ্য সেটার দিকেই যাচ্ছি। আমাদের দরকার এখন মানুষের কাছে গিয়ে তাদের সমস্যা এবং প্রয়োজনীয়তা শোনা, সেটা না করে আমরা যদি কে গেল আর কে আসল করি তবে দলের কাছ থেকে কিভাবে ভালো ফলাফল আশা করব আমরা? তাই এইসব বিষয় মাথাই রাখছি না আমি। সকাল থেকে রাত প্রার্থীর জন্য প্রচারে বের হতে হচ্ছে, খাওয়ার সময় পাচ্ছি না। কাজেই এখন এই বিষয়ে কোন মন্তব্যে আমি নারাজ, স্পষ্ট জানিয়ে দিলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ।