কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের অভিযান, পাচারের আগে ৯৬ লক্ষ টাকা সোনা সহ গ্রেপ্তার হল এক ব্যক্তি
শিলিগুড়ি : কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের অভিযানে পাচারের আগে সোনা সহ গ্রেপ্তার এক ব্যক্তি। জানা গেছে কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তর শিলিগুড়ি শাখার আধিকারিকদের কাছে সূত্র মারফত খবর আসে কোচবিহারের দিনহাটা দিয়ে কিছু পরিমাণ সোনা পাচার হয়েছে এবং তারপর সেই সোনার কিছু অংশ এক ব্যক্তি বাইকে করে নিয়ে শিলিগুড়ি ও জলপাইগুড়ি শহরের বিভিন্ন প্রান্তে পাচারের ছক কষছে ।সেই খবর পাওয়া মাত্রই এদিন বিশেষ অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকরা । এদিকে অভিযান চালিয়ে কোচবিহার সাগরদীঘি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করে কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকরা। সেই ব্যক্তিকে তল্লাশি চালানো মাত্রই সেই ব্যক্তির হেফাজত থেকে উদ্ধার হয় ছটি সোনার বিস্কিট ও দুটি সোনার টুকরো অংশ । তার সাথে আর কেউ জড়িত আছেন কি না সেই বিষয় জানার জন্য এদিন ওই ব্যাক্তিকে জোর জিজ্ঞাসাবাদও করে কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তর শিলিগুড়ি শাখার আধিকারিকরা।


