কেন্দ্রীয় বাহিনীর বাধা বুথে ঢুকতে! প্রয়োজনে বাধ্য হব ভোট করাতে দাবি ঐশীর
বেস্ট কলকাতা নিউজ : রাজ্যে সপ্তম দফার ভোট পর্ব চলছে বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই। জামুড়িয়ার সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী ঐশী ঘোষ কেন্দ্রীয় বাহিনীর প্রবল বাধার মুখে পড়লেন বুথ পরিদর্শনে বেরিয়ে। ভোট কেমন চলছে কিংবা ইভিএম সব ঠিকঠাক কাজ করছে কিনা মূলত এদিন বামেদের তরুণ প্রজন্মের প্রার্থী ঐশী জামুড়িয়ার শালডাঙার বুথে পোঁছে যান সেই সমস্ত বিষয় খতিয়ে দেখতেই। কিন্তু বুথে প্রবেশের মুখেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁকে বাধা দেয়। প্রার্থীর পরিচয়পত্র দেখালেও আধা সেনা জানায় বুথে ঢোকা যাবে না , উচ্চ পদস্থ আধিকারিকের সঙ্গে কথা বলুন। কিন্তু ঐশী জানান প্রার্থী বুথে প্রবেশ করতেই পারেন কমিশনের নিয়ম অনুযায়ী। সুতরাং ঢুকতে দিতে হবে তাঁকে। কিন্তু তাও কেন্দ্রীয় বাহিনী তাকে বুথে প্রবেশ করতে দেয় না। এ প্রসঙ্গে ঐশী ঘোষ জানান, বুথে ঢুকতে চেয়েছিলাম এক জন প্রার্থী হিসাবেই। দেখতে গিয়েছিলাম ভোটাররা সবাই ঠিকমতো ভোট দিতে পারছে কিনা। জানতে গেছিলাম এজেন্টদের বুথে বসতে কোনও সমস্যা হচ্ছে কিনা।
অথচ বুথেই ঢুকতে দেওয়া হল না তাকে। এভাবে চলতে পারে না।আধা সেনারা বলছে কমিশনের নিয়ম সম্বন্ধে কিছুই নাকি জানে না তারা। তাহলে কমিশন কেন এদেরকে ভোটের কাজে পাঠিয়েছে সেটাই বুঝতে পারছি না।বারংবার যদি এভাবে বাধা দেওয়া হয় আমাকে আমরাও সেক্ষেত্রে ভোট করাতে বাধ্য হব প্রয়োজন পড়লে। চুপচাপ বসে থাকবো না। এইভাবেই তরুণ প্রজন্মের বাম প্রার্থী ঐশী ঘোষ গর্জে উঠলেন কেন্দ্রীয় বাহিনীর উপর। আবার সেখান থেকে বেরিয়েই জামুড়িয়ার ১৯৫ নং বুথে পৌঁছে যান ঐশী।