কোনো শ্যুটিং শুরু হচ্ছে না আজ থেকে , টেকনিশিয়ানরা চিন্তায় টলিপাড়ার ভবিষ্যৎ নিয়ে
বেস্ট কলকাতা নিউজ : প্রায় মাস তিনেক পর আজ ১০ জুন থেকে শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল টলিপাড়ায়। কিন্তু আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে যে কোনো রকম শ্যুটিং শুরু হচ্ছে না আজ থেকে। আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে যেহেতু শ্যুটিং শুরুর প্রথম দিন থেকে শিল্পীদের বীমা এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কোনো রকম পূর্ণ আশ্বাস দিতে না পারার জন্যই শ্যুটিং শুরু করা হচ্ছে না।
অন্যদিকে প্রযোজকদের পক্ষ থেকে এও জানানো হয়েছে চ্যানেল, ফেডারেশন এবং প্রযোজকদের সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতা থাকা সত্ত্বেও শ্যুটিং শুরু হচ্ছে না আর্টিস্ট ফোরামের আপত্তির জন্য। পাশাপাশি তারা এও জানিয়েছে যে দেশে যতদিন করোনা পরিস্থিতি থাকবে ততদিন কোনো রকম শ্যুটিং শুরু হবে না।
প্রসঙ্গত, টলিপাড়ায় তালা ঝুলেছিল মার্চ মাসের মাঝামাঝি সময় থেকেই । দীর্ঘদিন পর অবশেষে আজ ১০ জুন থেকে সিনেমা, মেগা সিরিয়াল, ওয়েব সিরিজ-সহ সব কিছুর শ্যুটিং শুরু হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকে বসেছিল আর্টিস্ট ফোরাম, ইম্পা, ফেডারেশন এবং প্রোডিউসারস গিল্ড সহ সমস্ত সংগঠনগুলি। সেখানেই গৃহীত হয় এই সিদ্ধান্ত।