ক্রমশ বাড়ছে কোভিড সংক্রমণ , অক্সিজেনের জোগান ঠিক আছে কিনা নবান্ন দেখতে বলল জেলাকে
বেস্ট কলকাতা নিউজ : করোনার প্রভাব ফের বাড়ছে হু হু করে দেশজুড়ে। যা নিয়ে কেন্দ্রীয় সরকার উদ্বিগ্ন বেশ কয়েক দিন ধরেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ বৈঠকও করেছেন এ নিয়ে। তবে কেবলই কেন্দ্র নয়, উদ্বেগ বাড়ছে সর্বস্তরেই। এ রাজ্যেও এবার প্রশাসন খানিকটা নড়ে বসেছে । কারণ কয়েক দিন ধরেই এ রাজ্যের কোভিড গ্রাফও ফের ঊর্ধ্বমুখী। এমনই পরিস্থিতিতে আসন্ন বিধানসভা নির্বাচন। সামাজিক দূরত্বের কোনো বালাই নেই এমনকি চারিদিকে । ভিড়ভাট্টা উপচে পড়ছে জেলায় জেলায়।
এমনই সময়ে চলতি সপ্তাহে গত সোমবার মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ভিডিও কনফারেন্স করলেন রাজ্যের সব জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে । নবান্ন সূত্রের খবর, ওই বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে, বাধ্যতামূলক করতে হবে সমস্ত জেলার সাধারণ মানুষের মধ্যে শারীরিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক পরা। মেলামেশার নিয়ম মেনে বিয়ে, অন্নপ্রাশন- এসব সামাজিক কাজ হচ্ছে কিনা,কড়া নজর রাখতে হবে এমনকি সেদিকেও ।
শুধু তাই নয়, কোভিড প্রোটোকল মানতে হবে জনসাধারণের জন্য ব্যবহৃত যানবাহনেও, কোভিড বিধি মানতে হবে পাবলিক প্লেসেও।হাসপাতালগুলিতে পরিকাঠামো নিয়ে রিভিউ চাওয়া হয়েছে করোনা রোগীর জন্য, বলা হয়েছে অক্সিজেনের উপযুক্ত ব্যবস্থা রাখার কথাও। নবান্ন বিশেষ জোর দিয়েছে জেলায় জেলায় অ্যাম্বুল্যান্স পরিষেবা সচল রাখার দিকেও। এছাড়াও চালু রাখতে হবে ২৪ ঘণ্টার হেল্পলাইন। সতর্ক করতে হবে ডাক্তার, নার্স, সিসিইউ স্টাফদের। ভোটের সমস্ত রকম ব্যবস্থাও যাতে কোভিড প্রোটোকল মেনেই হয়, সেকথাও মনে করিয়ে দেওয়া হয়েছে গতকালের বৈঠকে।